ভিডিও EN
  1. Home/
  2. দেশজুড়ে

কোটা নিয়ে আন্দোলনের কলকাঠি নাড়ছিল তারেক : নাসিম

ভৈরব (কিশোরগঞ্জ) | প্রকাশিত: ০৭:১২ পিএম, ১২ এপ্রিল ২০১৮

স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী মোহম্মদ নাসিম বলেছেন, গত তিনদিন যাবত চাকরির কোটা নিয়ে দেশে আন্দোলনের জন্য তারেক রহমান লন্ডনে বসে কলকাঠি নাড়ছিল। কিন্ত সফল হতে পারেনি। জননেত্রী শেখ হাসিনা তাদের ষড়যন্ত্র বুঝতে পেরে কোটাপ্রথা বাতিল করে দিয়েছেন।

বৃহস্পতিবার দুপুরে ভৈরব পৌর শহরের কমলপুর এলাকায় বাসস্ট্যান্ড সংলগ্ন ২০ শয্যাবিশিষ্ট বিশেষায়িত হাসপাতাল ও ট্রমা সেন্টারের নির্মাণ কাজের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

নাসিম বলেন, আগামী দুই মাসের মধ্য দেশে পাঁচ হাজার ডাক্তার নিয়োগ দেয়া হবে। দেশের গ্রামগঞ্জের সরকারি হাসপাতালগুলোতে কর্তৃব্যরত ডাক্তারদেরকে কমপক্ষে তিন বছর কর্মস্থলে থাকতে হবে। ডাক্তার হয়ে যারা কর্মস্থলে ডিউটিতে ফাঁকি দেবেন তারা চাকরি ছেড়ে চলে যান।

তিনি আরও বলেন, আগামী সংসদ নির্বাচনে বিএনপিকে টিকিয়ে রাখতে হলে নির্বাচনে অংশগ্রহণ করতেই হবে। তারা অংশগ্রহণ না করলে জনবিছিন্ন হয়ে পড়বে। বেগম খালেদা জিয়ার দল স্বাধীনতাবিরোধীদেরকে নিয়ে এখন দেশে ষড়যন্ত্র করছে। দেশের উন্নয়ন অব্যাহত রাখতে স্বাস্থ্যমন্ত্রী আগামী নির্বাচনে নৌকায় ভোট দেয়ার আহ্বান জানান।

ভৈরবের এই হাসপাতালটি এদেশের মহান নেতা ও প্রয়াত রাষ্ট্রপতি জিল্লুর রহমানের নামে নাম হবে বলেও তিনি জানান।

ভৈরব উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ মো. সায়দুল্লাহ মিয়ার সভাপতিত্বে অনুষ্ঠানে স্থানীয় সংসদ সদস্য ও বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন, কিশোরগঞ্জ জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট কামরুল আহসান শাজাহান, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট এম এ আফজাল, ভৈরব পৌরসভার মেয়র অ্যাডভোকেট ফখরুল আলম আক্কাছ, কিশোরগঞ্জের সিভিল সার্জন ডা. হাবিবুর রহমান, পরিবার পরিকল্পনা অধিদফতরের প্রধান প্রকৌশলী এম এ মুহিত প্রমুখ উপস্থিত ছিলেন।

আসাদুজ্জামান ফারুক/আরএআর/পিআর