সরকারি সব সেবা প্রতিষ্ঠানে দুর্নীতি আছে : দুদক চেয়ারম্যান
দুর্নীতি দমন কমিশনের (দুদক) চেয়ারম্যান ইকবাল মাহমুদ বলেছেন, দেশে দুর্নীতি আছে এটা অস্বীকার করার সুযোগ নেই। সরকারি সব সেবা প্রতিষ্ঠানে দুর্নীতি আছে।
বুধবার যশোর সার্কিট হাউসে খুলনা বিভাগের শ্রেষ্ঠ জেলা ও উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সদস্যদের মধ্যে পুরস্কার বিতরণ অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
সরকারি কর্মকর্তাদের উদ্দেশ্যে দুদক চেয়ারম্যান বলেন, আপনারা আইন মেনে দায়িত্ব পালন করুন। আপনাদের চাকরি কেউ খেতে পারবে না। কেউ যদি চাকরি খায় আমার কাছে যাবেন, আমি আপনাদের চাকরি বুঝে দেব।
তিনি আরও বলেন, আমার দুর্নীতি দমন বিভাগও (দুদক) দুর্নীতিমুক্ত নয়। দুর্নীতিবাজদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হচ্ছে। অনেকের চাকরি চলে গেছে। অনেকে বিভাগ ছেড়ে চলে গেছে।
ইকবাল মাহমুদ বলেন, এই দেশে কেউ আইনের ঊর্ধ্বে নয়। মাঝে মধ্যে আমরা দুর্নীতি দমন করছি। তবে আমরা দুর্নীতি প্রতিরোধে বেশি গুরুত্ব দিচ্ছি। কোনো এক ব্যক্তিকে জেলে দেয়া আনন্দের বিষয় নয়। তবে বৃহত্তর স্বার্থে আমাদের এটাও করতে হয়।
শিক্ষা ব্যবস্থায় দুর্নীতি প্রসঙ্গে তিনি বলেন, কোনোভাবেই দুর্নীতি মেনে নেয়া হবে না। শিক্ষকদের মর্যাদা সবার ওপরে। আপনারা শিক্ষার্থীদের কোচিং সেন্টারে পাঠাতে উদ্বুদ্ধ করবেন না। আপনারা বাচ্চাদের পড়ার টেবিলে বসার ব্যবস্থা করুন। তাহলে তারা কোচিংমুখী হবে না। তারা পড়ার টেবিলে না থাকলে মাদকাসক্তিসহ নানা অপরাধে জড়িতে পড়বে।
খুলনার অতিরিক্ত বিভাগীয় কমিশনার (সার্বিক) ফারুক হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য দেন দুর্নীতি প্রতিরোধ কমিটি খুলনার রুপসা উপজেলা শাখার সভাপতি আবদুর রশিদ, কলারোয়া শাখার সভাপতি আক্তার আসাদুজ্জামান, কুষ্টিয়ার দৌলতপুর শাখার সভাপতি মুক্তিযোদ্ধা নজরুল ইসলাম, নড়াইল জেলা শাখার সভাপতি মনিরুজ্জামান মল্লিক।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন যশোরের জেলা প্রশাসক আবদুল আওয়াল, পুলিশ সুপার আনিসুর রহমান প্রমুখ।
মিলন রহমান/আরএআর/পিআর