ভিডিও EN
  1. Home/
  2. দেশজুড়ে

সৌরবিদ্যুৎ প্রকল্প নিয়ে গাইবান্ধায় পুলিশ-স্থানীয়দের সংঘর্ষ

জেলা প্রতিনিধি | গাইবান্ধা | প্রকাশিত: ১০:২৪ এএম, ১১ এপ্রিল ২০১৮

গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলায় পুলিশের সঙ্গে স্থানীয়দের ধাওয়া পাল্টা ধাওয়া ও সংঘর্ষের ঘটনায় ৩ জন আহত হয়েছেন।

মঙ্গলবার বিকেলে সৌরবিদ্যুৎ প্রকল্পের জন্য মাটি কাটাকে কেন্দ্র করে তারাপুর ইউনিয়নের চর খোর্দা এলাকায় এই ঘটনা ঘটে।

উপজেলা প্রশাসন, পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ২০০ মেগাওয়াট ক্ষমতাসম্পন্ন সৌর বিদ্যুৎ প্রকল্প স্থাপনের জন্য এক হাজার একর জমি প্রয়োজন। এজন্য গত বছর থেকে চর খোর্দা ও লাটশালা এলাকায় জমি ক্রয় শুরু করে তিস্তা সোলার লিমিটেড নামের একটি প্রতিষ্ঠান। ইতোমধ্যে সেখানে ৭০০ একর জমি ক্রয় করা হয়েছে। ক্রয়কৃত জমিতে এই প্রকল্পের মাটি ভরাট কাজ চলছে।

Gaibandha-Photo-03

মঙ্গলবার বিকেল ৫টার দিকে মাটি কাটা নিয়ে প্রকল্প কর্মকর্তা ও স্থানীয়দের মধ্যে বাকবিতণ্ডা শুরু হয়। একপর্যায়ে স্থানীয়রা প্রকল্প কর্মকর্তাদের অবরুদ্ধ করে পাওয়ার প্লান্ট স্থাপনায় হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ করে। এতে ওই সৌর বিদ্যুৎ প্রকল্পের মূল্যবান যন্ত্রপাতি পুড়ে যাওয়াসহ অনেক ক্ষয়ক্ষতি হয়েছে।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গেলে স্থানীয়রা পুলিশের উপরেও হামলা চালায়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ ফাঁকা গুলি ছোড়ে। এতে ৩ জন আহত হয়।

সুন্দরগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এসএম গোলাম কিবরিয়া বলেন, পরিস্থিতি এখন নিয়ন্ত্রণে আছে। এ ঘটনায় ৩ জন আহত হয়েছে। ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

রওশন আলম পাপুল/এফএ/জেআইএম

আরও পড়ুন