ভিডিও EN
  1. Home/
  2. দেশজুড়ে

নারায়ণগঞ্জে ভুয়া প্রশ্নপত্র ফাঁস, আটক ১

জেলা প্রতিনিধি | নারায়ণগঞ্জ | প্রকাশিত: ০২:৫০ পিএম, ১০ এপ্রিল ২০১৮

নারায়ণগঞ্জে মো. নুর নবী (১৭) নামে এইচএসসি পরীক্ষার ভুয়া প্রশ্নপত্র ফাঁসকারী চক্রের এক সদস্যকে আটক করেছে র‌্যাব। সোমবার রাতে সোনারগাঁও উপজেলার রামগোবিন্দগাঁও এলাকায় র‌্যাব-১১ এর একটি টিম ওই অভিযান চালায়।

আটককৃত নুরনবী সোনারগাঁও উপজেলার রাম গোবিন্দগাঁও গ্রামের মোক্তার হোসেনের ছেলে।

র‌্যাব-১১ এর সিনিয়র এএসপি জসিম উদ্দীন চৌধুরী জানান, সোমবার রাত ৯টা থেকে সাড়ে ১০টা পর্যন্ত সোনারগাঁ থানাধীন রামগোবিন্দেরগাঁও এলাকাতে অভিযান চালানো হয়। অভিযানে ওই এলাকার মোক্তার হোসেনের দোচালা টিনের ঘর থেকে চলতি এইচএসসি পরীক্ষার ভুয়া প্রশ্নপত্র ফাঁসের অভিযোগে নুর নবীকে আটক করা হয়। এসময় তার কাছ থেকে একটি স্মার্টফোন জব্দ করা হয়। তার মোবাইলের তার তৈরি একটি আইডি পাওয়া যায়। ওই আইডি থেকে ভুয়া প্রশ্নপত্র ছড়ানো হতো। এছাড়া তার ব্যবহৃত ইমো আইডি হতেও বিভিন্নজনকে ভুয়া প্রশ্নপত্র দেয়া হয়।

সাহাদাত হোসেন/ আরএ/পিআর

আরও পড়ুন