মোবাইলে প্রশ্নপত্র : এইচএসসি পরীক্ষার্থী আটক
নারায়ণগঞ্জের বন্দর উপজেলায় স্মার্ট ফোনের ম্যাসেঞ্জারে প্রশ্ন এবং উত্তরপত্র সরবরাহ করায় ওয়াসিম আকরাম নামে এক এইচএসসি পরীক্ষার্থীকে আটক করা হয়েছে। শনিবার সকালে উপজেলার হাজী ইব্রাহিম আলম স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্র থেকে ওই পরীক্ষার্থীকে আটক করা হয়।
আটক ওয়াসিম আকরাম বন্দরের নবীগঞ্জ ইসলামবাগ এলাকার জালাল উদ্দিনের ছেলে এবং কদম রসুল বিশ্ববিদ্যালয়ের ছাত্র।
উপজেলা নির্বাহী কর্মকর্তা পিন্টু বেপারী জানান, শনিবার ইংরেজী ২য় পত্রের পরীক্ষা ছিল। হাজী ইব্রাহিম আলম চান স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রে ওয়াসিম খান নামে এইচএসসি পরীক্ষার্থী লুকিয়ে স্মার্টফোন নিয়ে কেন্দ্রে প্রবেশ করে। কেন্দ্রে প্রশ্নপত্র দেয়ার পর ওয়াসিম আকরাম ওই প্রশ্নপত্রের ছবি তুলে মোবাইল ফোনের ম্যাসেঞ্জারের মাধ্যমে বাইরে অপেক্ষমান দুই সহযোগীকে পাঠায়। এরপর বাইরে থেকে দুই সহযোগী উত্তরপত্র লিখে ম্যাসেঞ্জারের মাধ্যমে পুনরায় ওয়াসিমের কাছে পাঠিয়ে দেয়।
তিনি জানান, ম্যাসেঞ্জারের উত্তরের সঙ্গে খাতায় লেখা উত্তরের হুবহু মিল পাওয়া যায়। পরে টহলরত র্যাবের কাছে ওয়াসিম আকরামকে সোপর্দ করা হয়। বাইরে থেকে উত্তরপত্র সরবরাহকারী দুইজনকে আটকে র্যাব মাঠে নেমেছে বলে তিনি জানান।
শাহাদাত হোসেন/আরএআর/জেআইএম