ভিডিও EN
  1. Home/
  2. দেশজুড়ে

পুলিশের হস্তক্ষেপে বন্ধ হলো বাগবাটির মেলা

জেলা প্রতিনিধি | সিরাজগঞ্জ | প্রকাশিত: ০৪:১৮ পিএম, ০৭ এপ্রিল ২০১৮

মেলার নামে সার্কাস বসিয়ে জুয়া খেলা ও অশ্লীল নৃত্য চালানোর অভিযোগে সিরাজগঞ্জ সদর উপজেলার বাগবাটির ঐতিহ্যবাহী মেলা বন্ধ করে দিয়েছে পুলিশ প্রশাসন।

শনিবার দুপুরের দিকে সদর থানার ইন্সপেক্টর (তদন্ত) রফিকুল ইসলাম ও ইন্সপেক্টর (অপারেশন) নুর ইসলামের নেতৃত্বে অভিযান চালিয়ে এ মেলা বন্ধ করে দেয়া হয়।

Sirajgonj-Mela-2

সদর থানার ইন্সপেক্টর (অপারেশন) নুরুল ইসলাম জানান, বাগবাটি কাঠের আসবাবপত্রের মেলার নামে অনুমোদন নিয়ে সেখানে অবৈধভাবে সার্কাস, র‌্যাফেল ড্র ও জুয়ার মতো অসামাজিক কার্যক্রম চলে আসছিল। এ কারণে ওই মেলা বন্ধ করে দেয়া হয়েছে। আজকের মধ্যেই মেলার সকল কার্যক্রম বন্ধ না করা হলে আয়োজকদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে বলে জানান তিনি।

ইউসুফ দেওয়ান রাজু/আরএ/জেআইএম

আরও পড়ুন