ভিডিও EN
  1. Home/
  2. দেশজুড়ে

চারঘাটে ২ হাজার বোতল ফেনসিডিল উদ্ধার

নিজস্ব প্রতিবেদক | রাজশাহী | প্রকাশিত: ০৬:৫১ পিএম, ০৪ এপ্রিল ২০১৮

রাজশাহীর চারঘাট থেকে ২ হাজার বোতল ফেনসিডিল উদ্ধার করেছে বর্ডার গার্ড ব্যাটালিয়নের (বিজিবি) সদস্যরা। মঙ্গলবার রাত সাড়ে ৩টার দিকে উপজেলার কলাবাগান পদ্মাচর এলাকা থেকে পরিত্যক্ত অবস্থায় এসব ফেনসিডিল উদ্ধার করা হয়।

বিজিবির চারঘাট বিকল্প বিওপির বিশেষ ওই টহলে নেতৃত্বে দেন হাবিলদার মো. আব্দুল হাকিম। তবে পালিয়ে যাওয়ায় চোরাকারবারীদের আটক করতে পারেনি বিজিবির ওই দলটি।

বিকেলে রাজশাহী-১ বিজিবির অধিনায়ক শামীম মাসুদ আল ইফতেখার বলেন, গতরাতে কলাবাগান পদ্মারচরে বিশেষ টহল দিচ্ছিলেন বিজিবি চার সদস্যের একটি দল। এ সময় বিজিবির উপস্থিতি টের পেয়ে পালিয়ে যান চোরাকারবারীরা। পরে ওই এলাকায় তল্লাশি চালিয়ে পরিত্যক্ত অবস্থায় ২ হাজার বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়।

তিনি আরও জানান, উদ্ধারকৃত ফেনসিডিলের আনুমানিক বাজার মূল্য মূল্য ৮ লাখ টাকা। এসব ফেনসিডিল ব্যাটালিয়নের সিজার স্টোরে জমা দেয়া হয়েছে। পরে সময়মত তা জনসম্মুখে ধ্বংস করা হবে।

ফেরদৌস সিদ্দিকী/এএম/আরআইপি

আরও পড়ুন