ভিডিও EN
  1. Home/
  2. দেশজুড়ে

৩ দিন পর চালু হলো আখাউড়া স্থলবন্দর

প্রকাশিত: ০৬:০৩ এএম, ২৭ জুলাই ২০১৫

বেইলি সেতু মেরামত কাজ শেষে তিন দিন বন্ধ থাকার পর দেশের অন্যতম বৃহৎ ও শতভাগ রফতানিমুখী ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া স্থলবন্দর দিয়ে পণ্য আমদানি-রফতানি কার্যক্রম শুরু হয়েছে। সোমবার সকাল থেকে পুনরায় আমদানি-রফতানি কার্যক্রম শুরু হয় বলে জানিয়েছে বন্দর কর্তৃপক্ষ।

আখাউড়া স্থলবন্দরের আমদানি-রফতানিকারক সমিতির সাধারণ সম্পাদক মনির হোসেন বাবুল বিষয়টি নিশ্চিত করে জাগো নিউজকে জানান, আখাউড়া স্থলবন্দর সংলগ্ন জাজি নদীর উপর বেইলি সেতুটি মেরামত কাজের জন্য গত শুক্রবার থেকে রোববার পর্যন্ত আমদানি-রফতানি কার্যক্রম বন্ধ রাখা হয়েছিল। সেতুর মেরামত কাজ শেষে সোমবার সকাল থেকে পুনরায় বন্দরের আমদানি-রফতানি কার্যক্রম শুরু হয়েছে।

আখাউড়া স্থলবন্দরের সহকারী রাজস্ব কর্মকর্তা মো. মিজানুর রহমান জাগো নিউজকে জানান, তিনদিন বন্দরের কার্যক্রম বন্ধ থাকলেও দুদেশের পাসপোর্টধারী যাত্রী পারাপার স্বাভাবিক ছিল।

আজিজুল আলম সঞ্চয়/এমজেড/এমএস