আমড়াখালী খালের অবৈধ পাটাবাঁধ উচ্ছেদ
যশোরের সীমান্তবর্তী শার্শা ও বেনাপোলে অতি বৃষ্টির কারণে বিভিন্ন ইউনিয়নে জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। পানি নিষ্কাশনে উপজেলা প্রশাসনের উদ্যোগে রোববার সকালে আমড়াখালী খালের দুইটি অবৈধ পাটাবাঁধ উচ্ছেদ করা হয়েছে।
এদিকে উপজেলা চেয়ারম্যান সিরাজুল হক মঞ্জু ও উপজেলা নির্বাহী অফিসার আব্দুস সালাম শনিবার বিকেলে বাহাদুরপুর এলাকার ধান্যখোলা, ঘিবা, রঘুনাথপুর, স্বরবাংহুদা ও বাহাদুরপুর গ্রাম পরিদর্শনকালে এলাকার ক্ষতিগ্রস্ত সাধারণ মানুষের সাথে জলাবদ্ধতা নিরসনে মতবিনিময় করেন।
সভায় বক্তারা উল্লেখ করেন, স্বরবাংহুদা, রঘুনাথপুর, ঘিবার সাতটি গ্রামসহ নয়টি গ্রামের দুই শতাধিক পরিবারের ঘরবাড়িতে বন্যার পানি উঠতে শুরু করেছে। জরুরিভাবে পানি নিষ্কাশনের ব্যবস্থা করা না হলে এক সপ্তাহের মধ্যে তলিয়ে যেতে পারে এসকল ঘরবাড়ি।
এলাকা পরিদর্শনকালে উপজেলা চেয়ারম্যান ও নির্বাহী অফিসার ক্ষতিগ্রস্ত জনগণকে আশ্বস্ত করে বলেছেন, জরুরিভাবে সমস্যা চিহ্নিত করে স্থায়ী জলাবদ্ধতা নিরসনের ব্যবস্থা গ্রহণ করা হবে।
এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান মেহেদী হাসান, বাহাদুরপুর ইউপি চেয়ারম্যান মিজানুর রহমান, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আরিফ-উজ্জামান, বাহাদুরপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মফিজুর রহমান, বেনাপোল পোর্ট থানার উপ-পুলিশ পরিদর্শক হাবিবুরসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তি।
মো. জামাল হোসেন/এসএস/এমআরআই