ভিডিও EN
  1. Home/
  2. দেশজুড়ে

সাগর উত্তাল থাকায় আতঙ্কে উপকূলবাসী

প্রকাশিত: ১১:৪০ এএম, ২৬ জুলাই ২০১৫

নিম্নচাপের প্রভাবে উপকূলীয় এলাকার ওপর দিয়ে বয়ে যাওয়া ঝড়ো হাওয়া অব্যাহত থাকতে পারে জানিয়ে দেশের চার সমুদ্র বন্দরে জারি করা ৩ নং সতর্কতা সংকেত বহাল রেখেছে আবহাওয়া অধিদফতর। রোববার বিকেলে জাগো নিউজকে এ কথা জানিয়েছেন কলাপাড়া আবহাওয়া অফিসের ইনচার্জ প্রদীপ কুমার।

এ সময় তিনি বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকাসমূহে তিন নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে বলেও জানান। এছাড়া বঙ্গোপসাগরে অবস্থানরত সকল মাছ ধরার নৌকা ও ট্রলারকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত উপকূলের কাছাকাছি থেকে সাবধানে চলাচলের পরামর্শ দেন তিনি।

এদিকে, বরগুনার প্রধান তিনটি নদীতে জোয়ারের পানি বৃদ্ধি, সাগর উত্তাল ও ঝড়ো বাতাসের কারণে ইতিমধ্যেই জনমনে আতঙ্কের সৃষ্টি হয়েছে। বরগুনাসহ উপকূলীয় এলাকাসমূহে গত চারদিন ধরে ভারী বর্ষণ ও থেমে থেমে দমকা বাতাস বইছে।

পাউবো বরগুনা কার্যালয় সূত্র জানিয়েছে, নিম্নচাপের প্রভাবে বরগুনার নদ-নদীতে জোয়ারের পানি স্বাভাবিকের চেয়ে বৃদ্ধি পেয়েছে।

এসএস/পিআর