ভিডিও EN
  1. Home/
  2. দেশজুড়ে

ভালুকায় বিস্ফোরণের ঘটনায় ভবন মালিকের বিরুদ্ধে মামলা

জেলা প্রতিনিধি | ময়মনসিংহ | প্রকাশিত: ০৪:৩১ পিএম, ২৬ মার্চ ২০১৮

ময়মনসিংহের ভালুকায় একটি ভবনে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের এক ছাত্র নিহত ও তিন ছাত্র দগ্ধ হওয়ার ঘটনায় ভবন মালিক আব্দুর রাজ্জাক ঢালীর (৫২) বিরুদ্ধে মামলা করা হয়েছে। রোববার রাতে ভালুকা থানার এসআই কাজল হোসেন বাদী হয়ে মামলাটি করেছেন।

ভালুকা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মামুন অর রশিদ বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, ভবন মালিকের বিরুদ্ধে ফৌজদারি দণ্ডবিধির ৩০৪ (ক) ধারায় অবহেলাজনিত মৃত্যুর অভিযোগ আনা হয়েছে।

ভালুকার জামিরদিয়া মাস্টারবাড়ি এলাকার আর এস টাওয়ার নামের একটি ছয়তলা ভবনের তৃতীয় তলায় শনিবার রাত সাড়ে ১২টার দিকে ভয়াবহ বিস্ফোরণ ঘটে। বিস্ফোরণে ওই বাসার কাচ, পার্টিশন ও দুটি দেয়াল চুরমার হয়ে যায়। তাওহীদুল ইসলাম তপু নামে ২৪ বছর বয়সী এক যুবক ঘটনাস্থলেই নিহত হন, আহত হন বাকি তিন বাসিন্দাও।

হতাহত চারজনই খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শেষ বর্ষের শিক্ষার্থী। একটি টেক্সটাইল মিলে ইন্টার্ন করতে ভালুকায় এসে গত ১০ মার্চ ওই বাসা এক মাসের জন্য ভাড়া নিয়েছিলেন তারা। নতুন তৈরি করা ওই ভবনের মালিক আব্দুর রাজ্জাক ঝুট কাপড়ের ব্যবসা করেন; তিনি ঢাকায় থাকেন।

আরএআর/এমএস

আরও পড়ুন