এক মিনিট আলোহীন বেনাপোল কাস্টম হাউজ
গণহত্যা দিবসে কালরাতের প্রথম প্রহর স্মরণ করে এক মিনিট প্রতীকী আলোহীন (ব্ল্যাক-আউট) পালন করেছে বাংলাদেশ। সারাদেশের ন্যায় প্রথমবারের মতো গণহত্যা দিবসে কালরাতে বেনাপোল কাস্টম হাউজে এ কর্মসূচি পালন করা হয়েছে।
সোমবার দিনগত রাত ৯টা থেকে ৯টা ১ মিনিট পর্যন্ত সারাদেশ আলোহীন থাকে। বেনাপোল কাস্টম হাউজের কর্মকর্তরা এ সময় আলোহীন কর্মসূচি পালন করেছেন।
লাল সবুজের বাতিতে সাজানো ঝলমলে সরকারি ভবনগুলোতে এ সময় নেমে আসে অন্ধকার। রাস্তায় যান চলাচল বন্ধ থাকে। কাস্টম হাউজসহ বন্দরনগরী বেনাপোলে ১ মিনিটের জন্য সবকিছু স্তব্ধ হয়ে যায়। আমদানি-রফতানি বন্ধসহ ১ মিনিট অন্ধকারে নিমজ্জিত হয় বন্দর নগরী বেনাপোল।
মো. জামাল হোসেন/আরএস