চাঁদপুর-লাকসাম রুটে ট্রেন চলাচল স্বাভাবিক
চাঁদপুর-লাকসাম রুটে চাঁদপুর-চট্টগ্রাম ঈদ স্পেশাল-১ ট্রেনের বগি লাইনচ্যুত হওয়ার তিন ঘণ্টার পর উদ্ধার করা হয়েছে। রাত পৌনে ৮টায় ট্রেন চলাচল স্বাভাবিক হয়। এর আগে শনিবার বিকেল পৌনে ৪টায় এ রুটের চিতোষী কান্দিরপাড় এলাকায় চাঁদপুর স্পেশাল-১ ট্রেনের একটি বগি লাইনচ্যুত হয়।
পরে চাঁদপুরের সঙ্গে সকল ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়। চাঁদপুর থেকে চট্টগ্রামগামী সাগরিকা এক্সপ্রেস ট্রেন আটকা পড়ে মেহের স্টেশনে, চট্টগ্রাম থেকে চাঁদপুরগামী আন্তঃনগর মেঘনা এক্সপ্রেস ট্রেন আটকা পড়ে লাকসাম স্টেশনে, কুমিলাগামী ডেম্যু ট্রেন আটকা পড়ে হাজীগঞ্জ স্টেশন।
খবর পেয়ে লাকসাম থেকে উদ্ধারকারী রিলিফ ট্রেন এসে লাইনচ্যুত বগিটি উদ্ধার করলে রাত পৌনে ৮টায় ট্রেন চলাচল স্বাভাবিক হয়।
চাঁদপুর-লাকসাম রেলপথের দায়িত্বে থাকা সহকারী প্রকৌশলী (এসএসএই/পথ) লিয়াকত আলী মজুমদার জাগো নিউজকে জানান, দুর্ঘটনা কবলিত ট্রেনের বগি উদ্ধার করে যোগাযোগ স্বাভাবিক করা হয়েছে।
ইকরাম চৌধুরী/বিএ