ভিডিও EN
  1. Home/
  2. দেশজুড়ে

ঐতিহাসিক নাজিরপুর দিবস আজ

জেলা প্রতিনিধি | প্রকাশিত: ১০:২৮ পিএম, ২৫ জুলাই ২০১৫

১৯৭১ সালে স্বাধীনতা যুদ্ধ চলাকালে ২৬ জুলাই নেত্রকোনা জেলার কলমাকান্দা উপজেলার নাজিরপুর নামক স্থানে পাক হানাদার বাহিনীর সঙ্গে মুক্তিপাগল বাংলার দামাল ছেলেদের সম্মুখ যুদ্ধ সংঘঠিত হয়। এ সম্মুখ সমরে বহু পাক হানাদার নিহত হওয়ার পাশাপাশি শত্রুপক্ষের ঘাতক বুলেটে সাতজন বীর মুক্তিযোদ্ধা নিহত হন।

তার হলেন নেত্রকোনা জেলার ডা. আব্দুল আজিজ ও মো. ফজলুল হক, ময়মনসিংহের মুক্তাগাছার মো. ইয়ার মাহমুদ, ভবতোষ চন্দ্র দাস, মো. নূরুজ্জামান ও দ্বিজেন্দ্র চন্দ্র বিশ্বাস এবং জামালপুরের মো. জামাল উদ্দিন।

পরে সাত শহীদ মুক্তিযোদ্ধাকে ভারতীয় সীমান্তবর্তী লেগুরা ইউনিয়নের ফুলবাড়িয়া নামক স্থানে সমাহিত করা হয়। মুক্তিযোদ্ধাদের এই বীরত্ব গাঁথা মহান আত্মত্যাগ নতুন প্রজন্মের সামনে তুলে ধরা এবং তাদের আত্মার শান্তি কামনায় বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ নেত্রকোনা জেলা ও কলমাকান্দা উপজেলা ইউনিট কমান্ড বিভিন্ন কর্মসূচির মাধ্যমে প্রতি বছর এই দিবসটিকে যথাযোগ্য মর্যাদায় পালন করে আসছে।

মুক্তিযোদ্ধা সংসদ জেলা ইউনিট কমান্ডার নূরুল আমিন জানান, ঐতিহাসিক নাজিরপুর যুদ্ধ দিবস উপলক্ষ্যে গৃহীত কর্মসূচির মধ্যে রয়েছে সকাল সাড়ে ১০টায় নাজিরপুর স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ, দুপুর ১২টায় লেগুরা সাত শহীদের সমাধিস্থলে পুষ্পস্তবক অর্পণ, বাদ জোহর লেগুরা বাজার জামে মসজিদে মিলাদ ও দোয়া মাহফিল এবং দুপুর ২টায় লেগুরা উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে আলোচনা সভা।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন নেত্রকোনা-১ (দূর্গাপুর-কলমাকান্দা) আসনের সংসদ সদস্য ছবি বিশ্বাস। প্রধান বক্তা হিসেবে উপস্থিত থাকবেন বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ কেন্দ্রীয় কমান্ড কাউন্সিলের চেয়ারম্যান মেজর জেনারেল (অব.) হেলাল মোর্শেদ খান (বীর বিক্রম)।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন জেলা প্রশাসক ড. তরুণ কান্তি শিকদার ও পুলিশ সুপার জয়দেব চৌধুরী।

কামাল হোসাইন/বিএ