ভিডিও EN
  1. Home/
  2. দেশজুড়ে

কক্সবাজারে পারভেজ হত্যায় আরো একজন গ্রেফতার

প্রকাশিত: ০৪:২৪ পিএম, ২৫ জুলাই ২০১৫

কক্সবাজার সৈকতের ঝাউবনে ছুরিকাঘাতে ট্যুরিস্ট পুলিশের কনস্টেবল পারভেজ হোসেন হত্যার ঘটনায় জড়িত থাকার অভিযোগে আরো এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ। শনিবার সন্ধ্যায় আদালতে জবানবন্দি দেন গ্রেফতার ওই যুবক। ভোরে শহরের বৈদ্যঘোনা এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

গ্রেফতার খালেদ খোকন (২৬) শহরের ঘোনারপাড়া শাহ আলম প্রকাশ আলম সওদাগরের ছেলে। শনিবার বিকাল সাড়ে ৫টায় কক্সবাজার আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন তিনি।

মামলার তদন্ত কর্মকর্তা সদর থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) মাঈন উদ্দিন বলেন, ট্যুরিস্ট পুলিশের কনস্টেবল পারভেজ হোসেনকে ছুরিকাঘাতে হত্যার সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করে জবানবন্দি দিয়েছে তালিকাভুক্ত ছিনতাইকারী খালেদ খোকন। কক্সবাজারের জেষ্ঠ্য বিচারিক হাকিম শফিউদ্দিন সন্ধ্যা সাড়ে ৬টা থেকে সাড়ে ৭টা পর্যন্ত খোকনের জবানবন্দি রেকর্ড করেন।

এর আগে গত ২৪ জুলাই আটক তালিকাভুক্ত ছিনতাইকারী আবু তাহের ও আবদুল মালেক স্বেচ্ছায় তাদের জবানবন্দি দেন।

উলে­খ্য, গত ২৩ জুলাই সকাল সাড়ে ৮টায় ছিনতাইকারীর ছুরিকাঘাতে নিহত হন কক্সবাজার ট্যুরিস্ট পুলিশের কনস্টেবল পারভেজ হোসেন। এ ঘটনায় সাতজনের নাম উল্লেখ করে সদর থানায় মামলা দায়ের করা হয়েছে।

সায়ীদ আলমগীর/এআরএ/বিএ