ভিডিও EN
  1. Home/
  2. দেশজুড়ে

রামগড়ে ইউপিডিএফ সমর্থকদের গুলিতে সিএনজিচালক আহত

জেলা প্রতিনিধি | খাগড়াছড়ি | প্রকাশিত: ০৫:১৫ পিএম, ২১ মার্চ ২০১৮

ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট (ইউপিডিএফ) সমর্থিত হিল উইমেন্স ফেডারেশনের নেত্রী মন্টি চাকমা ও দয়াসোনা চাকমাকে উদ্ধারসহ একাধিক দাবিতে সকাল-সন্ধ্যা অবরোধ চলাকালে ইউপিডিএফ সমর্থকদের গুলিতে খাগড়াছড়ির রামগড়ে এক সিএনজিচালক গুলিবিদ্ধ হয়েছে। তার নাম মো. শরীফুল ইসলাম আরিফ (১৯)। বুধবার দুপুর ১টার দিকে রামগড়-ফেনী সড়কের কলাবাড়ী এলাকায় এ ঘটনা ঘটে। আরিফ নাকাপা মধুপুর এলাকার বাসিন্দা মো. মমিনুল হকের ছেলে।

জানা যায়, অবরোধ চলাকালে আরিফ সিএনজি নিয়ে জালিয়াপাড়া থেকে রামগড় যাওয়ার পথে কলাবাড়ী ১১ মাইল এলাকায় পৌঁছলে সেখানে থাকা অবরোধ সমর্থকরা তার গতিরোধ করার চেষ্টা করে। এসময় তাদের এড়িয়ে চলে যাওয়ার চেষ্টা করলে ইউপিডিএফ সমর্থকরা তাকে লক্ষ্য করে গুলি করে। পরে পুলিশ গুলিবিদ্ধ আরিফকে উদ্ধার করে রামগড় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। পরে তার অবস্থার অবনতি হলে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

রামগড় থানার অফিসার ইনচার্জ মো. শরীফুল ইসলাম জানান, সিএনজি চালক মো.শরীফুল ইসলাম আরিফের গলার ডান পাশে গুলি লেগে গুরুতর আহত হন। পরে তাকে পুলিশ উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়।

মুজিবুর রহমান ভুইয়া/আরএ/আরআইপি

আরও পড়ুন