বাঁধের দুই অংশে ভাঙন : ৫০ হাজার মানুষ পানিবন্দি
অবিরাম বৃষ্টি আর ভারতের ত্রিপুরার উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে ভেঙে গেছে ফুলগাজী বন্যা নিয়ন্ত্রণ বাঁধ। এতে উপজেলার সাহাপাড়ায় বন্যা নিয়ন্ত্রণ বাঁধের ২০ মিটার ও দৌলতপুরে ৩০ মিটার এলাকা ভেঙে গেছে। ফলে উপজেলা শহরসহ আশপাশের অন্তত ১০টি গ্রামের ৫০ হাজার মানুষ পানিবন্দি হয়ে পড়েছে।
সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, বন্যার পানিতে ফেনী-পরশুরাম আঞ্চলিক মহাসড়ক, উপজেলা শহরে পানি উঠছে। দোকানপাটে পানি ঢুকে কোটি টাকার মালামাল নষ্ট হচ্ছে বলে দোকানিদের অভিযোগ।
এদিকে টানা বর্ষণে উপজেলার উত্তর দৌলতপুর, দক্ষিণ দৌলতপুর, সাহাপাড়া, বিজয়পুরসহ অন্তত ১০ গ্রাম বন্যার পানিতে তলিয়ে গেছে। বন্যার পানিতে ফসলি জমি, মাছের ঘের, বাড়ি-ঘরের ক্ষয়ক্ষতি হয়েছে। স্থানীয়দের দাবি বন্যায় সীমান্তবর্তী অঞ্চলের অর্ধ শতাধিক মাছের ঘের তলিয়ে গেছে। এছাড়া মুহুরী নদীর পানি বিপদসীমার ১২০ সে.মি. ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে।
দৌলতপুর গ্রামের আবদুল আলীম নামে এক মৎস্য খামারী জাগো নিউজকে জানান, তার প্রজেক্টের ১০ লাখ টাকার মাছ বন্যায় ভেসে গেছে।
উপজেলা নির্বাহী অফিসার মো. মাহিদুর রহমান জাগো নিউজকে জানান, মুহুরী নদীর পানি বর্তমানে বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। বৃষ্টি না হলে ২/১ দিনের মধ্যে বন্যা পরিস্থতির উন্নতি হবে।
ফেনী পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী রমজান জাগো নিউজকে জানান, অতিরিক্ত বর্ষণে মুহুরী নদীর পানি বিপদসীমার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে।
জহিরুল হক মিলু/এসএস/আরআই