ভিডিও EN
  1. Home/
  2. দেশজুড়ে

অমল সেনের জন্ম শতবার্ষিকী উপলক্ষে সংবাদ সম্মেলন

প্রকাশিত: ১০:৫৪ এএম, ২৫ জুলাই ২০১৫

বাংলাদেশের ওয়াকার্স পার্টির প্রতিষ্ঠাতা সভাপতি, মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক নড়াইলে কমরেড অমল সেনের জন্ম শতবার্ষিকী উপলক্ষে নড়াইলে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। শনিবার শহরের মুস্তারী কমপ্লেক্সে দলের অস্থায়ী কার্যালয়ে সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন ওয়াকার্স পার্টির জেলা সম্পাদক অ্যাডভোকেট নজরুল ইসলাম।

সংবাদ সম্মেলনে জানানো হয়, মঙ্গলবার বিকেলে জেলা শিল্পকলা একাডেমিতে সমাপনী অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন বাংলাদেশের ওয়াকার্স পার্টির ও বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী কমরডে রাশেদ খান মেনন এমপি।

আলোচক হিসেবে উপস্থিত থাকবেন বাংলাদেশের ওয়াকার্স পার্টির সাধারণ সম্পাদক ফজলে হোসেন বাদশা এমপি, পলিট ব্যুরোর সদস্য কমরেড নুরুল হাসান, কমরেড ইকবাল কবীর জাহিদ, কমরেড মুস্তফা লুৎফুল্লাহ এমপিসহ দলের কেন্দ্রীয় ও স্থানীয় নেতৃবৃন্দ।

সংবাদ সম্মেলনে পলিট ব্যুরোর সদস্য কমরেড বিমল বিশ্বাস, সদর উপজেলা ওয়াকার্স পার্টির সাধারণ সম্পাদক কমরেড নওরোজ মোল্যাসহ অনেকে উপস্থিত ছিলেন। কমরেড অমল সেন ১৯১৪ সালের ১৯ জুলাই সদর উপজেলার আউড়িয়া গ্রামের মামা বাড়িতে জন্ম গ্রহণ করেন। বিপ্লবী এ নেতা ২০০৩ সালের ১৭ জানুয়ারি ঢাকা কমিউনিটি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

হাফিজুল নিলু/এসএস/এমআরআই