বিলে শাপলা তুলতে গিয়ে ২ শিশুর মৃত্যু
রাজশাহীর মোহনপুরের মর্গার বিলে পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে। শনিবার সকাল সাড়ে ৯টার দিকে বিলে শাপলা ফুল তুলতে গিয়ে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন, উপজেলার গোপাইল এলাকার মৃত নায়েব সর্দারের ছেলে মমিনুল ইসলাম (৫) ও একই এলাকার আনারুল ইসলামের মেয়ে খাদিজা খাতুন (৮)। নিহতরা সম্পর্কে চাচা-ভাতিজা বলে জানা গেছে।
স্থানীয়রা জানান, শনিবার সকালে মমিনুল ও খাদিজা এলাকার মর্গার বিলে শাপলা ফুল তুলতে গিয়ে পানিতে ডুবে যায়। এ সময় তাদের আত্মচিৎকারে স্থানীয়রা ঘটনাস্থল থেকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
এ ব্যাপারে মোহনপুর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল হামিদ জাগো নিউজকে জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছেন। নিহতদের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যুর মামলা দায়ের করা হয়েছে।
শাহরিয়ার অনতু/এসএস/এমএস
সর্বশেষ - দেশজুড়ে
- ১ টিনের কৌটা ভেবে পড়ে থাকা ‘বােমা’য় লাথি, সঙ্গে সঙ্গে বিস্ফোরণ
- ২ নির্মাণাধীন ভবনের ছাদ থেকে পড়ে বিদ্যুতায়িত, দুই শ্রমিকের মৃত্যু
- ৩ খেজুরের রস পান করতে এসে ‘জয় বাংলা’ স্লোগান, গ্রেফতার ১৫
- ৪ কৃষকদল নেতার বিরুদ্ধে জমি দখল ও ভূমিহীনদের উচ্ছেদ চেষ্টার অভিযোগ
- ৫ বুয়েটছাত্র নিহতের ঘটনায় গ্রেফতার তিন আসামি রিমান্ড শেষে কারাগারে