সিলেটে ৪৬ কোটি টাকার কোবরা সাপের বিষ উদ্ধার
শুক্রবার দুপুর ১২টার দিকে সিলেটের কানাইঘাট থেকে ১২ পাউন্ড কোবরা সাপের বিষ, গুলিভর্তি অস্ত্র ও প্রাইভেটকারসহ ৭ জনকে আটক করেছে র্যাব-৯। বিষের আনুমানিক মূল্য ৪৬ কোটি টাকা। শুক্রবার রাত আটটায় র্যাব-৯ এর সদর দপ্তর থেকে পাঠানো এক প্রেসবিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
আটককৃতরা হলেন, সিলেটের কানাইঘাটের রাউতগ্রামের মৃত হাবিবুর রহমানের ছেলে সিফাতুর রহমান (৫৬), বালাগঞ্জের মোবারকপুর গ্রামের মৃত উমেশ চন্দ্র আচার্য্যের ছেলে মতিলাল আচার্য্য (৫৫), নগরীর খাসদবীর বন্ধন সি ৩০ নম্বর বাসার মৃত আরজুমান আলীর ছেলে আবু হাসান (৬০), ফাজিল চিশত প্রান্তিক ৯ নম্বর বাসার মৃত সোলেমান খানের ছেলে আবদুল মালিক (৬০), ব্রাহ্মনবাড়িয়ার কসবা উপজেলার সাহাপাড়া গ্রামের মৃত আবদুল মতিনের ছেলে নজরুল আলম নান্নু (৫০), মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার রামপাশার মৃত সিরাজুল ইসলামের ছেলে প্রাইভেট কার চালক শহীদুল ইসলাম অনুজ (৩৪), একই উপজেলার মাদেকপুর গ্রামের মৃত খন্দকার কলিমুল্লার ছেলে খন্দকার আবদুল ওয়াহিদ (৫৭)।
র্যাব-৯ সুত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে এএসপি খায়রুল আলম ও এএসপি পংকজ কুমার দে`র নেতৃত্বে কানাইঘাটের রাউতগ্রামের সিফাতুর রহমানের বাড়িতে অভিযান চালানো হয়। এসময় সিফাতুর রহমানের বাড়ি থেকে ১২ পাউন্ড কোবরা সাপের বিষ, ১টি রিভলবার, ৪ রাউন্ড গুলি ও একটি প্রাইভেট কার উদ্ধার করা হয়।
এএসপি খায়রুল আরো জানান, সাপের বিষের সাথে ফ্রান্সের একটি ক্যাটালগ পাওয়া গেছে। ধারণা করা হচ্ছে ট্যাক্স ফাঁকি দিয়ে অবৈধভাবে ফ্রান্স থেকে সাপের বিষ আনা হয়েছে। উদ্ধারকৃত বিষের মূল্য প্রায় ৪৬ কোটি টাকা বলে জানান তিনি। আটককৃতরা সাপের বিষ পাচারকারী আন্তর্জাতিক চক্রের সদস্য কি না তা তদন্ত করে দেখা হচ্ছে বলে তিনি জানান।
ছামির মাহমুদ/আরআই