ভিডিও EN
  1. Home/
  2. দেশজুড়ে

রাজশাহীতে পুলিশকে পেটালো আরেক পুলিশ

প্রকাশিত: ০৩:৪৩ পিএম, ২৪ জুলাই ২০১৫

ওয়ারেন্টভুক্ত আসামি ধরতে বাধা দেয়ায় পুলিশ কনস্টেবল উজির আহম্মেদকে পিটিয়ে আহত করেছেন এসআই মজনুর। শুক্রবার ভোর ৪টার দিকে নগরীর তেরখাদিয়া এলাকায় নারী নির্যাতন মামলার ওয়ারেন্টভুক্ত আসামিকে গ্রেফতার করতে গিয়ে এ ঘটনা ঘটে। এ ঘটনায় ওই আহত পুলিশ সদস্যকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। তিনি নগরীর শাহমুখদুম থানায় কর্মরত আছেন।

আহত পুলিশ সদস্য উজির আহম্মেদ বিকেলে সাংবাদিকদের জানান, ভোর ৪টার দিকে বোয়ালিয়া মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) মজনুর নেতৃত্বে একটি দল নগরীর তেরখাদিয়া এলাকায় অভিযান চালায়। এ সময় তারা মোমিনুল নামের নারী নির্যাতন মামলার ওয়ারেন্টভুক্ত আসামিকে গ্রেফতারের চেষ্টা চালায়। এ সময় আসামির পরিবারের সদস্যদের আত্মচিৎকারে তিনি এগিয়ে আসেন।

সাদা পোশাকে গ্রেফতার করতে আসা পুলিশ সদস্যদের নিজের পরিচয় দিয়ে গ্রেফতারের কারণ জানতে চাইলে, ক্ষিপ্ত হয়ে উপ-পরিদর্শক (এসআই) মজনুসহ তার সঙ্গীয় ফোর্স তাকে বেধরক মারপিট করে গুরুতর জখম করে। পরে স্থানীয়রা তাকে ঘটনাস্থল থেকে উদ্ধার করে রামেক হাসপাতালে ভর্তি করে।

সন্ধ্যায় এ ব্যাপারে বোয়ালিয়া মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহাদত হোসেন জাগো নিউজকে জানান, ভোরে নারী নির্যাতন ও যৌতুক মামলার আসামিকে গ্রেফতার করতে গেলে শাহমুখদুম থানার এক পুলিশ সদস্য তাদের গ্রেফতারে বাধা দেয়ার চেষ্টা করলে এ ঘটনা ঘটে। তবে বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে বলেও জানান তিনি।

শাহরিয়ার অনতু/এআরএ/পিআর