বিধ্বস্ত বিমানে ছিলেন খুলনার আলিফ
নেপালের ত্রিভুবন বিমানবন্দরে বিধ্বস্ত হওয়া ইউএস-বাংলা বিমানের যাত্রী ছিলেন খুলনার আলিফুজ্জামান আলিফ (২৬)। তিনি খুলনার রূপসা উপজেলার আইচগাতী ইউনিয়নের আওয়ামী লীগ নেতা বারোপুলিয়া মোড়ের আসাদুজ্জামান মোল্লার ছেলে।
খুলনা জেলা বিএনপির যুগ্ম-সম্পাদক এবং আইচগাতী এলাকার বসিন্দা আবু হোসেন বাবু জানান, আলিফ সোমবার সকালে যশোর থেকে বিমান যোগে ঢাকায় যান। সেখান থেকে তিনি ইউএস-বাংলার বিমান যোগে নেপালের উদ্দেশে রওনা হন। সকালে বিমানে ওঠার আগে তিনি সেলফি তুলে ফেসবুকে ছবি দেন।
তবে এ বিষয়ে আলিফের পরিবারের কারও সঙ্গে তাৎক্ষণিকভাবে কথা বলা সম্ভব হয়নি।
খুলনা জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি আরাফাত হোসেন পল্টু জানান, আলিফ তিন ভাইয়ের মধ্যে মেজো। তিনি খুলনার বিএল কলেজের মাস্টার্সের ছাত্র।
সোমবার নেপালের স্থানীয় সময় দুপুর ২টা ২০ মিনিটে ৪ ক্রু ও ৬৭ আরোহী নিয়ে ইউএস-বাংলা বিমানটি বিধ্বস্ত হয়। এতে সর্বশেষ ৫০ জনের প্রাণহানির তথ্য পাওয়া গেছে। এছাড়া হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন আরও ২১ জন।
আলমগীর হান্নান/আরএআর/এমএস