ভিডিও EN
  1. Home/
  2. দেশজুড়ে

শিক্ষামন্ত্রীর ভায়রার অপসারণ দাবি

নিজস্ব প্রতিবেদক | রংপুর | প্রকাশিত: ০৫:৩৪ পিএম, ১০ মার্চ ২০১৮

দুর্নীতি, ক্ষমতার অপব্যবহার এবং শিক্ষকদের সঙ্গে অসদাচারণের অভিযোগে রংপুর কারমাইকেল বিশ্ববিদ্যালয় কলেজের অধ্যক্ষ এবং শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদের ভায়রা ড. আব্দুল লতিফ মিয়ার অপসারণ দাবিতে মানববন্ধন করেছে শিক্ষক পরিষদ।

চলমান আন্দোলনের অংশ হিসেবে শনিবার দুপুরে কলেজের প্রশাসনিক ভবনের সামনে এ মানববন্ধনের আয়োজন করা হয়।

এ সময় শিক্ষকরা অভিযোগ করে বলেন, অধ্যক্ষের দুর্নীতির বিরুদ্ধে তদন্ত কমিটি গঠিত হলেও দীর্ঘ সময়ে তা আলোর মুখ দেখেনি। এ সময় শিক্ষক নেতারা হুমকি দিয়ে বলেন, ১৩ মার্চের মধ্যে অধ্যক্ষের অপসারণ না হলে কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে।

কলেজে শিক্ষার স্বাভাবিক পরিবেশ ফিরিয়ে আনতে মানববন্ধন থেকে প্রধানমন্ত্রীসহ সংশ্লিষ্ট সবার প্রতি অনুরোধ জানান শিক্ষকরা।

মানববন্ধন চলাকালে বক্তব্য দেন- শিক্ষক পরিষদের সাধারণ সম্পাদক অধ্যাপক আখতারুজ্জামান চৌধুরীসহ অন্যান্য শিক্ষক নেতৃবৃন্দ।

জিতু কবীর/এএম/জেআইএম

আরও পড়ুন