ভিডিও EN
  1. Home/
  2. দেশজুড়ে

স্ত্রী-সন্তানের সামনেই করুণ মৃত্যু!

জেলা প্রতিনিধি | পাবনা | প্রকাশিত: ১১:৩৫ এএম, ১০ মার্চ ২০১৮

রাত দেড়টা। প্লাটফর্মে যাত্রা বিরতি। বিরতির সময় চা পান করতে নেমেছিলেন আব্দুল মজিদ (৫০) নামে এক যাত্রী। হঠাৎই চলতে শুরু করে ট্রেনটি। তাৎক্ষণিক দৌড়ে ট্রেনে ওঠার চেষ্টা করলে অপর ট্রেনের ধাক্কায় নিচে পড়ে স্ত্রী-সন্তানের চোখের সামনেই মারা যান তিনি। বৃহস্পতিবার রাত দেড়টার দিকে পাবনার চাটমোহর রেলস্টেশনে এ ঘটনা ঘটে।

নিহত মজিদ রংপুর জেলার বদরগঞ্জ উপজেলার গোপীনাথপুর সরকারপাড়া গ্রামের মৃত আকবর হোসেনের ছেলে।

জানা গেছে, স্ত্রী ও দুই মেয়েকে সঙ্গে করে ঢাকা থেকে দিনাজপুরগামী আন্তঃনগর দ্রুতযান এক্সপ্রেস ট্রেনে রংপুর যাচ্ছিলেন আবদুল মজিদ। রাত দেড়টার দিকে রাজশাহী থেকে ঢাকাগামী আন্তঃনগর ধুমকেতু এক্সপ্রেস ট্রেনটিকে ক্রসিং করার জন্য দ্রুতযান এক্সপ্রেস চাটমোহর রেলস্টেশনের ২নং প্লাটফর্মে যাত্রা বিরতি করে। এর মধ্যে আবদুল মজিদ ট্রেন থেকে নেমে ১নং প্লাটফর্মে যান চা পান করতে। এসময় ধুমকেতু এক্সপ্রেস ট্রেনটি ১নং প্লাটফর্মে ঢুকে পড়ে। একইসময় দ্রুতযানও ছেড়ে যাওয়ার উদ্দেশ্যে বাঁশি বাজায়। এতে তিনি স্টেশন থেকে নেমে দৌড়ে অপর প্রান্তে ট্রেনে ওঠার চেষ্টা করলে ধুমকেতু ট্রেনের ধাক্কায় নিচে পড়ে যান ও ঘটনাস্থলেই মারা যান।

চাটমোহর রেলস্টেশন মাস্টার মাসুম আলি খান বলেন, রাতেই নিহতের পরিবার মরদেহ বাড়ি নিয়ে গেছে।

এফএ/এমএস

আরও পড়ুন