সিসি ক্যামেরায় জাফর ইকবালের ওপর হামলার দৃশ্য
শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের হ্যান্ডবল গ্রাউন্ডের মুক্তমঞ্চে অধ্যাপক ড. মুহম্মদ জাফর ইকবালকে ছুরিকাঘাতের পরপরই মঞ্চে থাকা অনেকেই দৌড়ে পালানোর চেষ্টা করেন। ওই দিনের হামলার দৃশ্য ধরা পড়েছে বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ভবন ‘এ’ এর সামনে থাকা সিসি টিভি ক্যামেরায়।
ভিডিও ফুটেজ থেকে দেখা যায়, ওই বিকেল ৫টা ৪০ মিনিটের দিকে ড. জাফর ইকবালের পেছনে থাকা ফয়জুর তাকে ছুরি দিয়ে আঘাত করতে থাকে। এ সময় মঞ্চের উপরে থাকা অনেক শিক্ষার্থী লাফ দিয়ে পালানোর চেষ্টা করে। তবে কিছু শিক্ষার্থী অধ্যাপক জাফর ইকবালকে ধরেন।
অন্যদিকে কিছু শিক্ষার্থী হামলাকারীকে ধরে বেধড়ক পেটাতে থাকেন। শিক্ষার্থীদের সঙ্গে ড. জাফর ইকবালের নিরপত্তার দায়িত্বে থাকা তিন পুলিশও হামলাকারীকে তাদের হাতে থাকা বন্দুক দিয়ে আঘাত করেন।
ভিডিও ফুটেজে দেখা যায়, ড. জাফর ইকবালকে শিক্ষার্থীদের একটি অংশ পুলিশের একটি গাড়িতে করে হাসপাতালে নিয়ে যাচ্ছেন। অন্যদিকে হামলাকারীকে পেটাতে পেটাতে একাডেমিক ভবন ‘এ’ এর দিকে নিয়ে আসছেন।
উল্লেখ্য, শনিবার ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং বিভাগের (ইইই) ফেস্টিভাল চলাকালে বিকেল সাড়ে ৫টার দিকে ফয়জুর রহমান (২৪) নামে এক সন্ত্রাসীর ছুরিকাঘাতে আহত হন ড. জাফর ইকবাল।
মনসুর/আরএআর/আরআইপি