ভিডিও EN
  1. Home/
  2. দেশজুড়ে

বান্দরবানে দেড় লাখ লিটার চোলাই মদ ধ্বংস

প্রকাশিত: ০১:২৬ পিএম, ২৩ জুলাই ২০১৫

বান্দরবানের লামা উপজেলায় অভিযান চালিয়ে উদ্ধারকৃত বিপুল পরিমাণ চোলাই মদ ধ্বংস করেছে র‌্যাব-৭। বৃহস্পতিবার সকাল থেকে বিকেল পর্যন্ত উপজেলার আজিজনগর ইউনিয়নে হেডম্যান পাড়ায় এ অভিযান চালানো হয়।

স্থানীয়রা জানায়, সকাল থেকে বিকেল পর্যন্ত আজিজনগরে অভিযান চালিয়ে এক লাখ ৫০ হাজার ১৬০ লিটার চোলাই মদ উদ্ধার করা হয়। পরে উদ্ধারকৃত এসব মদ বিকেলে ধ্বংস করা হয়।

তারা আরো জানায়, সকাল থেকে বিকেল পর্যন্ত আজিজনগরের আদিবাসী অধ্যুষিত হেডম্যান পাড়ার বিভিন্ন বসতঘরে অভিযান চালায় র‌্যাব-৭। এ সময় এক লাখ ৫০ হাজার ১৬০ লিটার চোলাই মদ উদ্ধার করা হয়। এ সময় পাচারকারীরা পালিয়ে যায়। অভিযানে বান্দরবানের নির্বাহী ম্যাজিস্ট্রেট রবিউল হোসেন ও র‌্যাবের ঊধ্বর্তন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

বান্দরবানের নির্বাহী ম্যাজিস্ট্রেট রবিউল হোসেন বলেন, আজিজনগর এলাকায় অভিযান চালিয়ে বিপুল পরিমাণ চোলাই মদ উদ্ধার করা হয়। লামা থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সিরাজুল ইসলাম বলেন, অভিযানের ব্যাপারে আমাদের কাছে কোন তথ্য নেই।

সৈকত দাশ/এআরএ/আরআই