এবার হামলাকারীর চাচা আটক
জনপ্রিয় লেখক অধ্যাপক ড. মুহম্মদ জাফর ইকবালের ওপর হামলাকারী ফয়জুরের চাচা আবুল কাহার লুলইকে (৫৫) আটক করেছেন র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র্যাব-৯) সদস্যরা।
রোববার ভোরে হামলাকারী ফয়জুলের গ্রামের বাড়ি দিরাই উপজেলার কলিয়ার কাপন থেকে তাকে আটক করা হয়।
সুনামগঞ্জের দিরাই থানা পুলিশের পরিদর্শক (তদন্ত) এবিএম দেলোয়ার হোসেন বলেন, জিজ্ঞাসাবাদের জন্য র্যাব সদস্যরা লুলইকে আটক করেন। এর আগে হামলাকারী ফয়জুরের মামা সুনামগঞ্জ জেলা কৃষক লীগে যুগ্ম আহ্বায়ক ফজলুর রহমানকে সিলেট থেকে আটক করে পুলিশ।
উল্লেখ্য, শনিবার বিকেল সাড়ে পাঁচটার দিকে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের মুক্তমঞ্চে একটি অনুষ্ঠানের পেছন থেকে অধ্যাপক জাফর ইকবালের মাথা, পিঠে ও হাতে ছুরিকাঘাত করে ফয়জুর।
এঘটনার পর অধ্যাপক জাফর ইকবালকে উদ্ধার করে প্রথমে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। রাতেই জাফর ইকবালকে হেলিকপ্টারযোগে ঢাকায় সিএমএইচ হাসপাতালে পাঠানো হয়।
ছামির মাহমুদ/এমএএস/এমএস