ভিডিও EN
  1. Home/
  2. দেশজুড়ে

মহাদেবপুরে প্রশাসনের হস্তক্ষেপে বাল্যবিয়ে বন্ধ

জেলা প্রতিনিধি | নওগাঁ | প্রকাশিত: ০৬:১৪ পিএম, ০১ মার্চ ২০১৮

নওগাঁর মহাদেবপুরে প্রশাসনের হস্তক্ষেপে বাল্যবিয়ে থেকে রক্ষা পেল রেনুকা আকতার (১৪)। বৃহস্পতিবার দুপুরে উপজেলার সফাপুর ইউনিয়নের বাঁশবাড়িয়া গ্রামে উপজেলা প্রশাসন গিয়ে বাল্যবিয়েটি বন্ধ করে। রেনুকা ওই গ্রামের এমদাদুল হকের মেয়ে।

মহাদেবপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট এসএম হাবিবুল হাসান বলেন, গোপন সংবাদে জানতে পেরে আমরা পুলিশ প্রশাসনসহ ঘটনাস্থলে যাই। সেখানে বিয়ের আয়োজন চলছিল। মেয়ের বয়স উপযুক্ত না হওয়ায় বিয়েটি বন্ধ করা হয়।

মেয়ের মা আঞ্জুয়ারা বেগমের কাছ থেকে মেয়েকে ১৮ বছরের আগে বিয়ে দেবে না বলে একটি মুচলেখা নিয়ে ছেড়ে দেয়া হয়। মেয়েটির উপর আমরা নজর রাখব। অন্য কোথাও বিয়ে দিলে আইনগত ব্যবস্থাগ্রহণ করা হবে।

আব্বাস আলী/এফএ/পিআর

আরও পড়ুন