ভিডিও EN
  1. Home/
  2. দেশজুড়ে

নড়াইলে ইজিবাইক ধর্মঘটে দুর্ভোগে শহরবাসী

প্রকাশিত: ০৯:৪২ এএম, ২৩ জুলাই ২০১৫

নড়াইলে দুর্ঘটনায় আহত ইজিবাইক চালকের মৃত্যুতে বৃহস্পতিবার জেলায় ইজিবাইক ধর্মঘট ডেকেছে ইজিবাইক চালক সমিতি। বৃহস্পতিবার নড়াইল কোর্ট চত্বরে এক প্রতিবাদ সভায় এ কর্মসূচির ঘোষণা দেয়া হয়।

কর্মসূচিতে বক্তব্য রাখেন জেলা ইজিবাইক চালক সমিতির সভাপতি মো. নায়েব আলি এবং সাধারণ সম্পাদক মো. তরিকুল ইসলাম। এসময় জেলা ওয়াকার্স পার্টির সাধারণ সম্পাদক অ্যাড. নজরুল ইসলাম কর্মসূচির সঙ্গে একাত্মতা ঘোষণা করেন। সমিতির নেতারা ৫ ঘণ্টার মধ্যে হত্যা মামলা গ্রহণ, নিহতের পরিবারকে ৫ লক্ষ টাকা ক্ষতিপূরণ,শহরের ভেতরে বাস চলাচল বন্ধ এবং রাস্তায় পরিবহন সমিতির হয়রানি বন্ধসহ ৪ দফা দাবি পেশ করেন। এই দাবি কার্যকর না হলে আগামীতে আরো বড় কর্মসূচি দেয়া হবে বলে তারা জানান।

গত বুধবার নড়াইল শহরের থানার মোড়ে ইজিবাইকের সঙ্গে মাওয়াগামী খান জাহান আলী পরিবহনের মুখোমুখি সংঘর্ষে মারাত্মক আহত হন ইজিবাইক চালক মোহসিন সিকদার। পরে মোহসিনকে ২৩ জুলাই সকালে খুলনা থেকে ঢাকা নেবার পথে তিনি মারা যান। তিনি সীমাখালি গ্রামের আবুল সিকদারের ছেলে।

শহরে ইজিবাইক বন্ধ হবার ফলে ঈদের ছুটি শেষে ঘরে ফেরা মানুষের দুর্ভোগ বেড়েছে।

হাফিজুল নিলু/এমজেড/আরআই