ভিডিও EN
  1. Home/
  2. দেশজুড়ে

‘জাতিসংঘে বাংলা চাই’ ভৈরবে উদ্বোধন

ভৈরব (কিশোরগঞ্জ) | প্রকাশিত: ০৯:১৩ পিএম, ২৮ ফেব্রুয়ারি ২০১৮

ভৈরব পৌরসভার প্যানেল মেয়র মো. আল-আমিন বলেছেন, ভাষার জন্য একমাত্র বাংলাদেশে সালাম, রফিক ও বরকতদের শহিদ হতে হয়েছে। এছাড়া পৃথিবীতে বাংলা ভাষার জন্য আর কোথাও কারও প্রাণ যায়নি।

তিনি বলেন, শহিদদের রক্তের বিনিময়ে আজ আমরা শান্তির ভাষা বাংলা বলতে পারছি। ওরা আমাদের মুখের ভাষাও কেড়ে নিতে চেয়েছিল।

জাতিসংঘের ৭ম দাপ্তরিক ভাষা বাংলা করার দাবিতে বুধবার বিকেলে ‘জাতিসংঘে বাংলা চাই’ অনলাইন ভোটিংয়ের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।

বৃহৎ শিল্প প্রতিষ্ঠান প্রাণ-গ্রুপের সহযোগিতায় ও অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কম এ অনুষ্ঠানের আয়োজন করে। অনুষ্ঠান শুরুর আগে বিকেলে ভৈরব শহরে একটি র‌্যালি বের করা হয়। র‌্যালিতে প্রধান অতিথি ছিলেন পৌর প্যানেল মেয়র মো. আল আমিন, জাগো নিউজের ভৈরব প্রতিনিধি আসাদুজ্জামান ফারুক, ভৈরব প্রেস ক্লাবের সহকারী সাধারণ সম্পাদক আবদুল হেকিম রায়হান, এনটিভির স্টাফ রিপোর্টার মোস্তাফিজুর রহমান আমিন, দৈনিক পূর্বকণ্ঠের সম্পাদক সোহেল সাশ্রু, দৈনিক ইত্তেফাকের ভৈরব প্রতিনিধি তুহিন মোল্লা প্রমুখ।

এরপর এক আলোচনা সভায় প্রধান অতিথি ‘জাতিসংঘে বাংলা চাই’ অনলাইন ভোটিংয়ের উদ্বোধন করেন। এ সময় উপস্থিত অতিথিরা সবাই ভোট প্রদান করেন।

ফারুক/এমএএস/এমএস