ভিডিও EN
  1. Home/
  2. দেশজুড়ে

নারায়ণগঞ্জে ‘জাতিসংঘে বাংলা চাই’ আবেদন শুরু

জেলা প্রতিনিধি | নারায়ণগঞ্জ | প্রকাশিত: ০৮:৪৬ পিএম, ২৮ ফেব্রুয়ারি ২০১৮

নারায়ণগঞ্জে ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কম-এর আয়োজনে ও শীর্ষস্থানীয় শিল্পগোষ্ঠী প্রাণ গ্রুপের সহযোগিতায় ‘জাতিসংঘের ৭ম দাপ্তরিক ভাষা হোক বাংলা’ অনলাইন ভোটিং কার্যক্রমের উদ্বোধন হয়েছে। উদ্বোধনের পর পর বিভিন্ন স্কুল-কলেজের শিক্ষার্থীরা জাতিসংঘে দাপ্তরিক ভাষার দাবিতে ভোট প্রদান শুরু করে।

বুধবার দুপুরে নারায়ণগঞ্জের চাষাঢ়া কেন্দ্রীয় শহিদ মিনারে জাতিসংঘে বাংলা চাই কার্যক্রমের উদ্বোধন করা হয়। পরে শহরে একটি র‌্যালি বের করা হয়।

Narayanganj

এদিকে শীর্ষস্থানীয় শিল্পগোষ্ঠী প্রাণ গ্রুপের সহযোগিতায় ও জাগোনিউজ২৪.কমের আয়োজনকে প্রশাসন, রাজনৈতিকসহ বিভিন্ন পেশাজীবির লোকজন সাধুবাদ জানিয়েছেন।

উদ্বোধনী অনুষ্ঠানে নারায়ণগঞ্জ জেলা রিপোর্টাস ইউনিটির সভাপতি শহিদুল্লাহ রাসেলের সঞ্চালনায় জাগোনিউজ২৪.কমের নারায়ণগঞ্জ জেলা প্রতিনিধি মো. শাহাদাত হোসেনের সভাপতিত্বে ভোটিং কার্যক্রমের উদ্বোধন করেন নারায়ণগঞ্জ প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক শরীফ উদ্দিন সবুজ।

Narayanganj

বিশেষ অতিথি ছিলেন ফতুল্লা মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামাল উদ্দিন। আর অনুষ্ঠানের প্রধান আলোচক ছিলেন পরিবেশবাদী মানোধিকার সংগঠন নির্বিকের প্রধান সমন্বয়ক এটিএম কামাল। এ সময় আরও উপস্থিত ছিলেন দৈনিক সমকালের জেলা প্রতিনিধি এমএ খান মিঠু, দৈনিক আলোকিত বাংলাদেশ এর জেলা প্রতিনিধি শরীফ সুমন, দৈনিক যুগান্তরের ফতুল্লা প্রতিনিধি আলামিন প্রধান, নারায়ণগঞ্জ সদর থানার ঘাতক দালাল নির্মূল কমিটির সাধারণ সম্পাদক সওদাগর খান, ফতুল্লা প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক আব্দুর রহিম, সাংবাদিক জাহাঙ্গীর ডালিম, তাতী লীগ নেতা দুলাল আহম্মেদ শিশির, ছাত্রলীগ নেতা আল আমিন, টিটু, ব্যবসায়ী জনি, রাশেদুল ইসলাম সুমন, সাংবাদিক জনি, রিপন, সোহেল মাহমুদ, এবাদউল্লাহসহ অন্যান্য নেতৃবৃন্দ।

শাহাদাত হোসেন/এমএএস/এমএস