ভিডিও EN
  1. Home/
  2. দেশজুড়ে

‘জাতিসংঘে বাংলা চাই’ সিলেটে ব্যাপক সাড়া

নিজস্ব প্রতিবেদক | সিলেট | প্রকাশিত: ০৮:২৭ পিএম, ২৮ ফেব্রুয়ারি ২০১৮

জাতিসংঘে বাংলা চাই’ অনলাইন ভোটিং ক্যাম্পেইন আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয়েছে সিলেটেও। বুধবার বিকেল সাড়ে ৩টায় সিলেট কেন্দ্রীয় শহিদ মিনারের মুক্তমঞ্চে অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কম-এর উদ্যোগে এ কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করেন একুশে পদকপ্রাপ্ত প্রবীণ সংগীত শিল্পী সুষমা দাশ।

বাংলা ভাষাকে জাতিসংঘের ৭ম দাপ্তরিক ভাষার স্বীকৃতি দাবিতে দেশজুড়ে এ কার্যক্রম বাস্তবায়নে সহায়তা করছে দেশের শীর্ষ বহুজাতিক শিল্পগোষ্ঠী প্রাণ গ্রুপ। অনুষ্ঠানমালার শুরুতে শহিদ মিনার চত্ত্বর থেকে নগরীতে র্যালি বের করা হয়। র্যালিটি নগরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে শহিদ মিনার চত্ত্বরে গিয়ে শেষ হয়।

ই-ভোটিং ক্যাম্পেইনের উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন সিলেট জেলা প্রেসক্লাব ও সচেতন নাগরিক কমিটি-সনাকের সভাপতি আজিজ আহমদ সেলিম, সিলেট মহানগর পুলিশের উপ-কমিশনার (ডিসি) মো. ফয়সল মাহমুদ, ইলেকট্রনিক মিডিয়া জার্নালিস্ট অ্যাসোসিয়েশন-ইমজা সিলেটের সাবেক সভাপতি প্রবীণ সাংবাদিক আল আজাদ, প্রবীণ সাংবাদিক ও কলামিষ্ট আফতাব চৌধুরী, সিলেট মহানগর বিএনপির সভাপতি মো. নাসিম হোসাইন, মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আসাদ উদ্দিন আহমদ, মহানগর বিএনপির সহ-সভাপতি ও সিলেট সিটি কর্পোরেশনের প্যানেল মেয়র-১ রেজাউল হাসান কয়েস লোদী, মহানগর বিএনপির সাধারণ সম্পাদক সম্পাদক বদরুজ্জামান সেলিম, ব্লাস্ট সিলেটের সমন্বয়কারী অ্যাডভোকেট ইরফানুজ্জামান।

Sylhet

জাগোনিউজ২৪.কম-এর সিলেটের নিজস্ব প্রতিবেদক ছামির মাহমুদের সঞ্চালনায় অনুষ্ঠানে ঘোষণাপত্র পাঠ করেন বাংলাদেশ পরিবেশ আন্দোলন-বাপা সিলেটের সাধারণ সম্পাদক আব্দুল করিম কিম। শুভেচ্ছা বক্তব্য দেন বাংলাদেশ নার্সিং অ্যাসোসিয়েশন সিলেটের আহ্বায়ক কুলসুমা বেগম।

বাংলা ভাষাকে জাতিসংঘের ৭ম দাপ্তরিক ভাষার স্বীকৃতি দাবির সঙ্গে সংহতি প্রকাশ করে ‘জাতিসংঘে বাংলা চাই’ অনলাইন ভোটিং ক্যাম্পেইনে অংশ নেন, অঙ্গীকার বাংলাদেশের পরিচালক অ্যাডভোকেট মঈনুদ্দীন আহমদ জালাল, সিলেট অনলাইন প্রেসক্লাবের সভাপতি মুহিত চৌধুরী, সিলেট জেলা পরিষদের সদস্য ও মহিলা আওয়ামী লীগের নেত্রী রওশন জেবিন রুবা, সিলেট জেলা পরিষদের সদস্য নারী নেত্রী সুষমা সুলতানা রুহি, সম্মিলিত নাট্যপরিষদ সিলেটের সাধারণ সম্পাদক রজতকান্তি গুপ্ত, বাউল শিল্পী বশির উদ্দিন সরকার, সিনিয়র সাংবাদিক আনন্দ সরকার, সিলেটপ্রতিদিন২৪ডটকমের সম্পাদক সাজলু লস্কর, সিলেট জেলা প্রেসক্লাবের কার্যনির্বাহী কমিটির প্রথম সদস্য তুহিনুল হক তুহিন, দৈনিক যুগান্তরের সিলেট অফিসের স্টাফ রিপোর্টার ইয়াহইয়া মারুফ, ডেইলি সিলেটের নির্বাহী সম্পাদক মারুফ হাসান, জ্যেষ্ঠ ফটোসাংবাদিক মামুন হাসান, সিলেটপ্রতিদিন২৪ডটকমের সহকারী বার্তা সম্পাদক মুন্না মিয়া, ফটোসাংবাদিক মামুন হোসেন, ফটোসাংবাদিক মিঠু দাস জয়, বিশিষ্ট শিক্ষানুরাগী লায়ন নাজমুল হোসেন, বাংলাদেশ নার্সিং অ্যাসোসিয়েশন সিলেটের যুগ্ম আহ্বায়ক নিলুফা ইয়াসমিন, যুগ্ম আহ্বায়ক খাদিজা বেগম, ব্লাস্টে জেলা প্রকল্প কর্মকর্তা অ্যাডভোকেট সত্যজিত কুমার দাস ও বিভাগীয় কর্মকর্তা অ্যাডভোকেট ফারহানা রব সাথী প্রমুখ।

Sylhet

উদ্বোধনী বক্তব্যে একুশে পদকপ্রাপ্ত প্রবীণ সংগীত শিল্পী সুষমা দাশ বলেন, ভাষার জন্য প্রাণ দেয়ার গৌরবময় ইতিহাস নিয়ে বাংলা ভাষা আজ বিশ্বময় ছড়িয়ে পড়েছে। জাতিসংঘের সপ্তম দাপ্তরিক ভাষা হিসেবে বাংলার স্বীকৃতি এখন সময়ের দাবি। এ দাবি আদায়ে অনলাইনে ভোটিং ক্যাম্পেইনের এ উদ্যোগের আমি সফলতা কামনা করছি।

অনুষ্ঠানে বক্তারা বলেন, বাঙালির সকল গৌরবোজ্জ্বল ইতিহাসে আষ্টেগৃষ্টে জড়িয়ে আছে সিলেট অঞ্চলের নাম। ভাষা আন্দোলনের প্রথম সভাটি হয় সিলেটে। এ অঞ্চলের নারীরাও ভাষা আন্দোলনে সক্রিয় ভূমিকা রাখেন। তাই জাগো নিউজের উদ্যোগে ‘জাতিসংঘে বাংলা চাই’ ক্যাম্পেইন সিলেটে ব্যাপক সাড়া ফেলেছে।

পরে বিকেল সাড়ে ৩টা থেকে সাড়ে ৫টা পর্যন্ত জাতিসংঘের ৭ম দাপ্তরিক ভাষা বংলার দাবিতে অনলাইনে ভোটিং করা হয়। এসময় বিভিন্ন শ্রেণিপেশার কয়েক শতাধিক মানুষ সারিবদ্ধভাবে লাইনে দাঁড়িয়ে বাংলা ভাষার সমর্থনে ভোট প্রদান করেন।

ছামির মাহমুদ/এমএএস/এমএস