পরীক্ষার হলে ছাত্রীর শ্লীলতাহানি, যুবকের জেল
রাজশাহীর দুর্গাপুরে কেন্দ্রে ঢুকে এসএসসি পরীক্ষার্থীর শ্লীলতাহানির অভিযোগে এক যুবককে কারাদণ্ড দিয়েছেন আদালত। শনিবার সকালে উপজেলার বখতিয়ারপুর পরীক্ষা কেন্দ্র থেকে তাকে আটক করা হয়।
অভিযুক্ত যুবক উপজেলার ভবানিপুর গ্রামের সাইদুর রহমানের ছেলে আফজাল শরীফ (১৮)। স্থানীয় একটি কলেজের একাদশ শ্রেণির শিক্ষার্থী আফজাল। তাকে ১০ মাস ১০ দিনের বিনাশ্রম কারাদণ্ড দেন ভ্রাম্যমাণ আদালত।
দুর্গাপুর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রুহুল আলম জানান, আইনি প্রক্রিয়া শেষে দুপুরের পর তাকে রাজশাহী কেন্দ্রীয় কারাগারে নেয়া হয়েছে।
ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সমর কুমার পাল জানান, পরীক্ষা কেন্দ্রের চারপাশে ১৪৪ ধারা জারি ছিল। কিন্তু তা ভেঙে আফজাল পরীক্ষা কেন্দ্রে প্রবেশ করে এক ছাত্রীর শ্লীলতাহানির চেষ্টা চালায়।
এ সময় দায়িত্বরত পুলিশ তাকে আটক করে ভ্রাম্যমাণ আদালতে পাঠায়। অভিযোগ স্বীকার করায় আফজালকে ১০ মাস ১০ দিন কারাদণ্ড দেয়া হয়েছে।
ফেরদৌস সিদ্দিকী/এএম/জেআইএম