ভিডিও EN
  1. Home/
  2. দেশজুড়ে

পিরোজপুরে জাতিসংঘে বাংলা চাই অনলাইন আবেদনের উদ্বোধন

জেলা প্রতিনিধি | পিরোজপুর | প্রকাশিত: ০৩:৩৭ পিএম, ২৪ ফেব্রুয়ারি ২০১৮

বাংলা ভাষাকে জাতিসংঘের ৭ম দাপ্তরিক ভাষা করার দাবিতে পিরোজপুরে অনলাইন আবেদনের উদ্বোধন করা হয়েছে। শনিবার সকালে পিরোজপুর প্রেস ক্লাবে অনলাইন আবেদনের মাধ্যমে জেলা প্রশাসক আবু আহমেদ ছিদ্দীকী এ কর্মসূচির উদ্বোধন করেন।

জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমের আয়োজনে এবং বহুজাতিক শিল্প প্রতিষ্ঠান প্রাণ গ্রুপের সহযোগিতায় ‘জাতিসংঘের ৭ম দাপ্তরিক ভাষা হোক বাংলা’-এ দাবিতে দেশব্যাপী অনলাইন আবেদন চলছে।

pirojpur

উদ্বোধনী অনুষ্ঠানে রেল মন্ত্রণালয়ের সচিব মো. মোফজ্জেল হোসেন, স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক কাজী তোফায়েল হোসেন, পিরোজপুর প্রেস ক্লাবের সভাপতি শফিউল হক মিঠু, সাধারণ সম্পাদক ফসিউল ইসলাম বাচ্চু, সাবেক সভাপতি গৌতম চৌধুরী, সাবেক আহ্বায়ক জিয়াউল আহসান, সাবেক সম্পাদক শিরিনা আফরোজ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন জাগো নিউজের পিরোজপুর প্রতিনিধি হাসান মামুন।

উদ্বোধনের পর একই দাবিতে পিরোজপুর প্রেস ক্লাবের সামনে থেকে একটি র‌্যালি বের করা হয়।

pirojpur

এর আগে বৃহস্পতিবার পিরোজপুর শহরের গোপাল কৃষ্ণ টাউন ক্লাব মাঠে তিন দিনব্যাপী শুরু হওয়া ডিজিটাল মেলায় জাগো নিউজের পক্ষ থেকে একটি স্টল দেয়া হয়েছে। সেখানে বাংলাকে জাতিসংঘের ৭ম দাপ্তরিক ভাষা করার দাবিতে ল্যাপটপে অনেকে অনলাইনে আবেদন করেন।

হাসান মামুন/আরএআর/জেআইএম

আরও পড়ুন