ভিডিও EN
  1. Home/
  2. দেশজুড়ে

সিলেটের সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ স্বাভাবিক

জেলা প্রতিনিধি | মৌলভীবাজার | প্রকাশিত: ০৫:০৪ পিএম, ২৩ ফেব্রুয়ারি ২০১৮

মৌলভীবাজারের শ্রীমঙ্গলের সাতগাঁও স্টেশনের কাছে উপবন এক্সপ্রেস ট্রেনের ১১টি বগি লাইনচ্যুত হওয়ার ১৫ ঘণ্টা পর সিলেটের সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ স্বাভাবিক হয়েছে। লাইনচ্যুত বগিগুলো উদ্ধারের পর শুক্রবার বিকেল সাড়ে ৪টার দিকে ট্রেন চলাচল স্বভাবিক হয়।

শ্রীমঙ্গল রেলওয়ে স্টেশনের সহকারী স্টেশন মাস্টার মো.সাখাওয়াত হোসেন জানান, কুলাউড়া থেকে হাইড্রোলিক টোল ভ্যান ও আখাউড়া থেকে রিলিফ ট্রেন ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কাজ শেষ করার পর বিকেল সাড়ে ৪টায় পুনরায় ট্রেন চলাচল শুরু হয়েছে।

এর আগে গতকাল বৃহস্পতিবার দিবাগত রাত ১টার দিকে মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলার সাতগাঁও এলাকায় সিলেট থেকে ছেড়ে আসা ঢাকাগামী উপবন এক্সপ্রেসের ১১টি বগি লাইনচ্যুত হয়। এতে সিলেট-চট্টগ্রাম ও ঢাকা-সিলেট রুটে ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়।

আরএআর/আইআই

আরও পড়ুন