উখিয়ায় বন্য হাতির আক্রমণে দুইজনের মৃত্যু
কক্সবাজারের উখিয়া কুতুপালং রোহিঙ্গা ক্যাম্প ও পার্শ্ববর্তী এলাকায় বন্য হাতির আক্রমণে দুই জনের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার ভোরে কুতুপালং অনিবন্ধিত রোহিঙ্গা ক্যাম্প ও রাজাপালং ইউনিয়নের দক্ষিণ ফলিয়াপাড়া নার্সারি এলাকায় এ ঘটনা ঘটে। এ সময় বন্যহাতির দল তাণ্ডব চালিয়ে ১৬টি ঝুপড়ি ঘর লণ্ডভণ্ড করে দেয় ।
নিহতরা হলেন- উখিয়ার রাজাপালং ইউনিয়নের দক্ষিণ ফলিয়া পাড়া নার্সারি গ্রামের মো. ফজলের ছেলে মো. আলম প্রকাশ চিকন আলী (২৮) ও কুতুপালং অনিবন্ধিত ক্যাম্পের ব্লক ডি-৪ এর বাসিন্দা নুর মোহাম্মদের ছেলে ফয়েজ (৩০)।
উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবুল খায়ের বিষয়টি নিশ্চিত করে জানান, হাতির দল সব সময় বনাঞ্চলের পাশের লোকালয়ে হানা দেয়। তাছাড়া বন্যপ্রাণির আবাসস্থলে লাখ লাখ রোহিঙ্গা ঝুপড়ি ঘর তৈরি করে বসবাস করায় হাতির দল ওইসব এলাকায় মাঝে মধ্যে হানা দিচ্ছে।
সায়ীদ আলমগীর/আরএআর/আইআই