ভিডিও EN
  1. Home/
  2. দেশজুড়ে

বাগেরহাটে ৩ দিনব্যাপী আঞ্চলিক ইজতেমা শুরু

জেলা প্রতিনিধি | বাগেরহাট | প্রকাশিত: ০৩:৫১ পিএম, ২২ ফেব্রুয়ারি ২০১৮

বাগেরহাটে শুরু হয়েছে ৩ দিনব্যাপী আঞ্চলিক ইজতেমা। বৃহস্পতিবার ফজরের নামাজের পর তাবলিগ জামাতের আমিরের আম বয়ানের মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে শুরু হয় এ ইজতেমা।

বৃহস্পতিবার থেকে ৩ দিন পর্যায়ক্রমে দেশি-বিদেশি ধর্মীয় নেতারা ইজতেমায় ইসলাম সম্পর্কে গুরুত্বপূর্ণ বয়ান করবেন।

বাগেরহাট শহরের নূর মসজিদ সংলগ্ন সরকারি স্কুল মাঠের ১০ একর জমিতে এবারের আঞ্চলিক ইজতেমার আয়োজন করা হয়েছে। একইসঙ্গে অর্ধলক্ষাধিক মানুষের নামাজ আদায়ের ব্যবস্থা রয়েছে এখানে।

এছাড়া এক লাখ লোকের একসঙ্গে বয়ান শোনার ব্যবস্থা করা হয়েছে। মুসল্লিদের জন্য রয়েছে টয়লেট, ওজুর জন্য কল ও সুপেয় পানির ব্যবস্থা। আগামী শনিবার জোহরের নামাজের আগে আখেরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হবে এবারের ইজতেমা।

বাগেরহাটের আঞ্চলিক ইজতেমায় তিনস্তরের নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে বলে জানিয়েছেন বাগেরহাট মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা মাহতাব উদ্দিন। তিনি বলেন, সাড়ে ৩ শতাধিক পুলিশ এ আঞ্চলিক ইজতেমায় নিরাপত্তা নিয়োজিত রয়েছে।

শওকত আলী বাবু/এএম/আইআই