ভিডিও EN
  1. Home/
  2. দেশজুড়ে

হবিগঞ্জে বিএনপির ২ শতাধিক নেতাকর্মীর নামে মামলা

জেলা প্রতিনিধি | হবিগঞ্জ | প্রকাশিত: ০৫:১৪ পিএম, ২১ ফেব্রুয়ারি ২০১৮

হবিগঞ্জে বিএনপি ও পুলিশ সংঘর্ষের ঘটনায় ২ শতাধিক নেতাকর্মীর বিরুদ্ধে মামলা দায়ের করেছে পুলিশ। বুধবার দুপুরে সদর থানায় মামলাটি করেন পুলিশের এসআই হাসানুজ্জামান।

এ ঘটনায় এখন পর্যন্ত চারজনকে গ্রেফতার করা হয়েছে। তারা হলেন- শহরতলীর আলমপুর গ্রামের কাজল মিয়া, শহরের শায়েস্তানগর এলাকার ফারুক মিয়া, সদর উপজেলার গোপায়া গ্রামের মো. তাহের ও শান্তিসাহা গ্রামের মো. আমজাদ।

সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা ইয়াছিনুল হক জানান, পুলিশের ওপর হামলা ও সরকারি কাজে বাধা দেয়ার অভিযোগে তাদের বিরুদ্ধে এ মামলাটি করা হয়েছে। আসামিদের গ্রেফতারে অভিযান অব্যাহত আছে।

মঙ্গলবার কেন্দ্রীয় কর্মসূচি অনুযায়ী শহরে জেলা বিএনপি বিক্ষোভ মিছিল বের করতে চাইলে পুলিশ বাধা দেয়। এ নিয়ে পুলিশ ও বিএনপির নেতাকর্মীদের মাঝে সংঘর্ষ হয়। এতে ৩০ জন গুলিবিদ্ধ ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক পৌর মেয়র জি কে গউছসহ অর্ধশতাধিক নেতাকর্মী আহত হয়।

সৈয়দ এখলাছুর রহমান খোকন/এএম/জেআইএম

আরও পড়ুন