ভিডিও EN
  1. Home/
  2. দেশজুড়ে

গাইবান্ধায় জমি দখল নিয়ে সংঘর্ষে নিহত ১

প্রকাশিত: ০৯:৩৬ এএম, ২২ জুলাই ২০১৫

গাইবান্ধার সাদুল্যাপুর উপজেলায় বিরোধপূর্ণ জমি দখলকে কেন্দ্র করে সংঘর্ষের ঘটনায় শাহারুল খন্দকার (৪০) নামে একজন নিহত হয়েছেন। এসময় উভয় পক্ষের নারীসহ ১০ জন আহত হয়েছেন। সাদুল্যাপুর উপজেলার ইদিলপুর ইউনিয়নের মহিপুর বাজার গ্রামে বুধবার বেলা সাড়ে ১১টার দিকে এ ঘটনা ঘটে।

নিহত শাহারুল খন্দকার সাদুল্যাপুর উপজেলার ইদিলপুর ইউনিয়নের ইদিলপুর গ্রামের বাবু খন্দকার ওরফে বাবু ফকিরের ছেলে।

স্থানীয় এলাকাবাসী ও পুলিশ  জানায়, মহিপুর বাজার গ্রামের রমজান আলীর সঙ্গে ইসমাইল হোসেনের দুই বিঘা জমি নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। বুধবার সকালে রমজান আলী ভাড়াটে লোকজন নিয়ে বিরোধপূর্ণ জমি দখল করতে যান। খবর পেয়ে ইসমাইল হোসেন তার লোকজন নিয়ে বাধা দেন। এসময় উভয় পক্ষের মধ্যে ধারালো অস্ত্র ও লাঠি সোটা নিয়ে সংঘর্ষ বাঁধে। সংঘর্ষে শাহরুল খন্দকারসহ উভয় পক্ষের ১০ জন আহত হন। গুরুতর আহত অবস্থায় শাহারুল খন্দকারকে উদ্ধার করে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পথে তার মৃত্যু হয়।

ধাপেরহাট পুলিশ ফাঁড়ির সহকারী উপ-পরিদর্শক (এএসআই) রেজাউল করিম জানান, আহতদের উদ্ধার করে রংপুর মেডিকেল কলেজ হাসপাতাল ও পলাশবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। তাৎক্ষণিকভাবে আহতদের নাম পরিচয় জানাতে পারেননি তিনি।

ধাপেরহাট পুলিশ ফাঁড়ির ইনচার্জ উপ-পরিদর্শক (এসআই) জালাল উদ্দিন জানান, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গাইবান্ধা আধুনিক সদর হাসপাতালের মর্গে পাঠানো হচ্ছে। তিনি আরো জানান, ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে জিজ্ঞাসাবাদের জন্য এক নারীসহ ৬ জনকে আটক করা হয়েছে। ঘটনাস্থলে পুলিশ অবস্থান নেয়ায় পরিস্থিতি নিয়ন্ত্রণে আছে।  

অমিত দাশ/এসএস/আরআইপি