ভিডিও EN
  1. Home/
  2. দেশজুড়ে

যশোরে পুলিশের এসআই ও কনস্টেবল জেলহাজতে

প্রকাশিত: ০৩:৩৮ পিএম, ২১ জুলাই ২০১৫

ক্রসফায়ারের ভয় দেখিয়ে শারীরিক নির্যাতন ও ঘুষ দাবির অভিযোগে পুলিশের এক এসআই ও এক কনস্টেবলকে কারাগারে পাঠিয়েছে যশোরের একটি আদালত। যশোর সদরের দোগাছিয়া গ্রামের রেজাউল ইসলামের দায়ের করা মামলায় মঙ্গলবার জেলা ও দায়রা জজ মো. মিজানুর রহমান এ আদেশ দেন।

অভিযুক্ত উপ-পরিদর্শক (এসআই) উত্তম কুমার বর্তমানে খুলনা থানায় এবং কনস্টেবল ইদ্রিস আলী যশোরের মণিরামপুর থানায় কর্মরত।

জানা যায়, উপ-পরিদর্শক (এসআই) উত্তম কুমার যশোর সদরের সাজিয়ালি পুলিশ ক্যাম্পের ইনচার্জ হিসাবে কর্মরত থাকাকালে ২০১২ সালের ২৬ জানুয়ারি দোগাছিয়া গ্রামের রবিউল ইসলাম নামে এক ব্যক্তিকে হাতে গুলি করে ফাঁড়িতে ধরে নিয়ে যায়। সেখানে তাকে এক লাখ টাকা ঘুষের দাবিতে শারিরিক নির্যাতন চালানোসহ ক্রসফায়ারে হত্যার হুমকি দেয়া হয়। এ ঘটনায় ওই বছরের ১৯ ফেব্রুয়ারি রবিউলের ভাই রেজাউল ইসলাম আদালতে অভিযোগ দায়ের করেন।

আদালত অভিযোগটি তদন্তের জন্য দুর্নীতি দমন কমিশনে (দুদক) পাঠায়। এরপর এসআই উত্তম ও কনস্টেবল ইদ্রিসকে অভিযুক্ত করে দুদকের সহকারী পরিচালক ২০১৩ সালের ২৮ নভেম্বর আদালতে তদন্ত প্রতিবেদন দাখিল করার পর চলতি বছরের ২ ফেব্রুয়ারি শুনানি শেষে বিচারক ওই দুই পুলিশ সদস্যের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেন। গত ৮ মে তারা আদালতে হাজির হয়ে অন্তবর্তীকালিন জামিন নেন।

বাদিপক্ষের আইনজীবী জানান, আসামিপক্ষের আইনজীবী অ্যাডভোকেট দেবাশীষ দাস মঙ্গলবার আদালতে জামিননামা ও জিম্মাদারি প্রত্যাহারের আবেদন জানালে জেলা ও দায়রা জজ মো. মিজানুর রহমান সেটা গ্রহণ করে আসামিদের জেলহাজতে পাঠানোর নির্দেশ দেন। একইসাথে আগামী বৃহস্পতিবার মামলার চার্জ গঠনের জন্য শুনানির দিন ধার্য করেন।

মিলন রহমান/এআরএ/পিআর