ভিডিও EN
  1. Home/
  2. দেশজুড়ে

ভারতে কারাভোগের পর দেশে ফিরলেন ৫ বাংলাদেশি

নিজস্ব প্রতিবেদক | রাজশাহী | প্রকাশিত: ০৯:৫২ পিএম, ১৩ ফেব্রুয়ারি ২০১৮

রাজশাহীর গোদাগাড়ী সীমান্তে দিয়ে পাঁচ বাংলাদেশিকে ফেরত দিয়েছে ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনী (বিএসএফ)। ভারতে অনুপ্রবেশের অভিযোগে বিভিন্ন মেয়াদে কারাভোগের পর তারা দেশে ফিরলেন।

মঙ্গলবার দুপুর ১২টার দিকে গোদাগাড়ী উপজেলার চর আষাড়িয়াদহ ইউনিয়নের সাহেব নগর সীমান্তে কাছে ওই পাঁচ বাংলাদেশিকে নিয়ে আসে বিএসএফ। এরপর পতাকা বৈঠকের মাধ্যমে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) কাছে তাদের ফেরত দেয়া হয়।

ফেরত আসা পাঁচ বাংলাদেশি হলেন- চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার রাণীনগর গ্রামের আনারুল (৩৫), শাহা পাড়া গ্রামের সুলতান (৩৩), মুন্না পাড়া গ্রামের জহরুল (৩৭), চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার কসাই পাড়া গ্রামের মুরসালিন (২১) ও ঢাকা কেরানীগঞ্জ উপজেলার পাংগাঁওয়ের জয়দেব মণ্ডলের স্ত্রী বাসনা মণ্ডল।

ফেরত আসা বাংলাদেশিরা জানান, নির্মাণ শ্রমিক হিসেবে কাজের জন্য ভারতে গিয়ে সেদেশের পুলিশের হাতে তারা আটক হন। মুর্শিদাবাদ জেলা আদালত তাদের বিভিন্ন মেয়াদে সাজা দিয়ে বহরমপুর কারাগারে পাঠান। সাজা শেষে বিএসএফের মাধ্যমে তাদের বাংলাদেশে ফেরত পাঠায় ভারতীয় পুলিশ।

গোদাগাড়ী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলতাফ হোসেন জানান, দুপুর ২টার দিকে সাহেবনগর সীমান্তে ফাঁড়ির বিজিবি সদস্যরা ফেরত আসা পাঁচ বাংলাদেশিকে গোদাগাড়ী মডেল থানায় হস্তান্তর করেন। পরে বিকেল ৪টায় ওই পাঁচজনকে তাদের অভিভাবকদের জিম্মায় দেয়া হয়।

ফেরদৌস সিদ্দিকী/আরএআর/পিআর

আরও পড়ুন