ভিডিও EN
  1. Home/
  2. দেশজুড়ে

রাঙ্গামাটিতে চলছে ছাত্রলীগের হরতাল

জেলা প্রতিনিধি | রাঙ্গামাটি | প্রকাশিত: ১০:৩৬ এএম, ১৩ ফেব্রুয়ারি ২০১৮

রাঙ্গামাটি জেলা ছাত্রলীগের সহ-সভাপতি সুপায়ন চাকমার ওপর সন্ত্রাসী হামলার অভিযোগে রাঙ্গামাটি শহরে চলছে ছাত্রলীগের ডাকা হরতাল।

মঙ্গলবার সকালে সরেজমিনে দেখা যায়, মাঠে পিকেটিং করেছেন জেলা ছাত্রলীগের নেতাকর্মীরা। খোলেনি শহরের দোকানপাট। রাস্তায় নেই কোনো ধরনের যানবাহন।

রাঙ্গামাটির পুলিশ সুপার সাঈদ তারিকুল হাসান জানান, শহরের পরিবেশ শান্ত রয়েছে। কোথাও কোনো ধরনের গোলযোগের খবর পাওয়া যায়নি।

ছাত্রলীগের ওই নেতাকে মারধরের অভিযোগে সোমবার বিকেলে শহরে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেন সংগঠনটির নেতাকর্মীরা। এ সময় পুলিশ ও ছাত্রলীগের ধাওয়া-পাল্টা ধাওয়াসহ দফায় দফায় ব্যাপক সংঘর্ষের ঘটনা ঘটে। এ ঘটনায় সাংবাদিক, পুলিশ, পথচারী ও ছাত্রলীগ নেতাকর্মীসহ অন্তত ৫০ জন আহত হয়।

পুলিশি হামলার প্রতিবাদে এবং এসপি ও কোতোয়ালি থানা পুলিশের ওসিকে তাৎক্ষণিক প্রত্যাহারসহ তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার দাবিতে মঙ্গলবার জেলায় সকাল-সন্ধ্যা হরতাল ঘোষণা করে জেলা ছাত্রলীগ।

এএম/এমএস

আরও পড়ুন