ভিডিও EN
  1. Home/
  2. দেশজুড়ে

কুমিল্লায় শিল্প কারখানায় আগুন

জেলা প্রতিনিধি | কুমিল্লা | প্রকাশিত: ১২:২৪ পিএম, ১০ ফেব্রুয়ারি ২০১৮

কুমিল্লা মহানগরীর বিসিক শিল্প এলাকার ফরিদ ফাইবার নামের একটি শিল্প কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে কয়েক কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে ধারণা করা হচ্ছে। শুক্রবার রাত পৌনে ১২টার দিকে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

ওই শিল্প কারখানার শ্রমিকরা জানান, সুতা তৈরির কাঁচামালের গুদামের একটি স্থান থেকে আগুনের সূত্রপাত ঘটে। পরে তা পুরো গুদামে ছড়িয়ে পড়ে। খবর পেয়ে কুমিল্লা, চৌয়ারা ও ইপিজেড ফায়ার সার্ভিসের ৫টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে রাত ৩ দিকে আগুন নিয়ন্ত্রণে আনে।

কুমিল্লা ফায়ার সার্ভিসের স্টেশন কমান্ডার মো. ইয়াহিয়া জানান, ধারণা করা হচ্ছে বৈদ্যুতিক শটসার্কিট থেকে আগুনের সূত্রপাত। ক্ষয়ক্ষতির পরিমাণ কয়েক কোটি টাকা হতে পারে।

মো. কামাল উদ্দিন/এফএ/এমএস

আরও পড়ুন