ভিডিও EN
  1. Home/
  2. দেশজুড়ে

কুড়িগ্রামের ১২টি ছিটমহলের জনগণনার ফলাফল হস্তান্তর

প্রকাশিত: ০৭:৩৪ এএম, ২১ জুলাই ২০১৫

নির্ধারিত সময়ের মধ্যেই শেষ হয়ে গেছে বহুল কাঙ্ক্ষিত ছিটমহলের জনগণনার কাজ। মঙ্গলবার সকালে আনুষ্ঠানিকভাবে এ জনগণনার উপাত্ত রংপুর বিভাগীয় কমিশনারের হাতে তুলে দেয়া হয়েছে। এ উপলক্ষে রংপুর বিভাগীয় কমিশনের কার্যালয়ে চার জেলার ১১১টি ছিটমহলের তথ্য-উপাত্ত নিয়ে ছিটমহল বিনিময় এক বিশেষ সভা অনুষ্ঠিত হয়।

বিভাগীয় কমিশনার দিলওয়ার বখত এর সভাপতিত্বে এসময় উপস্থিত ছিলেন, কুড়িগ্রাম জেলা প্রশাসক খান মো. নুরুল আমিন, লালমনিরহাট জেলা প্রশাসক হাবিবুর রহমান, পঞ্চগড় জেলা প্রশাসক সালাহ উদ্দিন এবং নীলফামারী জেলা প্রশাসক জাকির হোসেন প্রমুখ।

এসময় কুড়িগ্রাম জেলা প্রশাসক খান মো. নুরুল আমিন ২০১৫ সালের বাংলাদেশ-ভারত যৌথ জরিপ গণনার ফলাফল জেলার ১২টি ছিটমহলে ১ হাজার ৬৩০টি পরিবারে ৮ হাজার ১৩২ জন নিবন্ধিত হয়েছেন। তাদের মধ্যে ৩১৭ জন ভারত যেতে আগ্রহ প্রকাশ করে। এর মধ্যে ১৫৮ জন হিন্দু এবং ১৫৯ জন মুসলমান রয়েছে।

ফুলবাড়ি উপজেলায় সবচেয়ে বড় ছিটমহল দাসিয়ার ছড়ায় রয়েছে ১ হাজার ৩৬৪ পরিবারের ৬ হাজার ৮৮৯ জন লোক। তাদের মধ্যে ২৮৩ জন ভারত যাবে এবং ভূরুঙ্গামারীর ১০টি ছিটমহলে ২৬৬টি পরিবারে ১ হাজার ২৪৩ জন। এদের মধ্যে ভারতে যাওয়ার জন্য নিবন্ধিত হয়েছে ৩৪ জন।

আলোচনা সভা সূত্রে জানা যায়, আগামী ২৩ জুলাই স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে জয়েন্ট বর্ডার নামে একটি কনফারেন্স অনুষ্ঠিত হবে। সেখানে লালমনিরহাট জেলা প্রশাসক হাবিবুর রহমান এর নেতৃত্বে চার জেলার প্রশাসকগণ উপস্থিত থাকবেন।

তারা হলেন, কুড়িগ্রাম জেলা প্রশাসক খান মো. নুরুল আমিন, লালমনিরহাট জেলা প্রশাসক হাবিবুর রহমান, পঞ্চগড় জেলা প্রশাসক সালাহ উদ্দিন এবং নীলফামারী জেলা প্রশাসক জাকির হোসেন। এই চার জেলায় ১১১টি ছিটমহলের তথ্য-উপাত্তসহ ছিটমহল বিনিময়ের অমীমাংসিত বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করা হবে।

নাজমুল হোসেন/এসএস/এমএস