তিন ভাই খুনের ঘটনায় ২৪ জনের বিরুদ্ধে মামলা
নোয়াখালীর সোনাইমুড়ী উপজেলার নাটেশ্বর ইউনিয়নের কাজীনগর গ্রামের উত্তর কাজীনগরে তিন ভাইকে পিটিয়ে নির্মমভাবে হত্যার ঘটনায় সোনাইমুড়ী থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। সোমবার রাত ১২টার দিকে নিহতদের ছোট ভাই মৌলভী মোরশেদ আলম বাদী হয়ে এ মামলা দায়ের করেন।
সোনাইমুড়ী থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী হানিফুল ইসলাম জাগো নিউজকে জানান, সোমবার রাতে নিহত তিন ভাইয়ের ছোট ভাই মৌলভী মোরশেদ আলম বাদী হয়ে এ মামলা দায়ের করেন। তবে এতে আরো ৬ থেকে ৭ জনকে অজ্ঞাত আসামি করা হয়েছে। তবে তিনি তদন্তের স্বার্থে আসামিদের নাম বলতে অপরাগতা প্রকাশ করেন।
তিনি আরো জানান, ঘটনার দিন জড়িত সন্দেহে নুর নবীর স্ত্রী ফাতেমা বেগম (৩০)কে আটক করা হয়েছে। তাদের আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে। এছাড়া এজাহার নামীয় আসামিদের দ্রুত গ্রেফতারের জন্য এলাকায় পুলিশি অভিযান অব্যাহত থাকার পাশাপাশি গ্রামে অনাকাঙ্ক্ষিত ঘটনা এড়াতে গ্রাম পুলিশ ছাড়াও থানার পুলিশ মোতায়েন করা হয়েছে।
এর আগে সোমবার বিকেলে নিহতদের ময়নাতদন্ত শেষে তাদের গ্রামের বাড়িতে নামাজে জানাযা শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। এসময় তাদের পরিবারের সদস্যদের কান্নায় আকাশ বাতাস ভারী হয়ে ওঠে।
প্রসঙ্গত, ঈদের পর দিন রোববার দুপুরে সোনাইমুড়ী উপজেলার নাটেশ্বর ইউনিয়নের উত্তর কাজীনগর গ্রামে ঈদ উপলক্ষে প্রীতি ফুটবল খেলা ও পূর্ব শত্রুতার জের ধরে গনি মিয়া পন্ডিত বাড়ির মোখছেদ উল্লাহর তিন ছেলে হারুন (৩৬), কামাল (৩২) ও বাবলু (২৫) কে পিটিয়ে ও কুপিয়ে নির্মমভাবে হত্যা করে প্রতিপক্ষের লোকজন।
এদিকে এ ঘটনার পর থেকে উক্ত গ্রামের কয়েকটি বাড়ি পুরুষ শূন্য হয়ে পড়েছে। ঘটনার পর থেকে পুরুষরা পালিয়ে বেড়াচ্ছে।
নোয়াখালীর পুলিশ সুপার ইলিয়াছ শরীফ জানান, কেউ যাতে হয়রানির শিকার না হয় সেদিকে আমরা খেয়াল রেখে প্রকৃত যারা অপরাধী তাদের গ্রেফতার করা হবে।
মিজানুর রহমান/এসএস/এমএস