‘৩২ ধারা বাক স্বাধীনতা হরণের চক্রান্ত’
ডিজিটাল নিরাপত্তা আইনের ৩২ ধারা বাতিলের দাবিতে বরিশালে মানববন্ধন কর্মসূচি পালন করা হয়েছে। এতে ৩২ ধারাকে বাক স্বাধীনতা হরণের চক্রান্ত বলে মন্তব্য করেছেন বক্তারা।
রোববার বেলা ১১টার দিকে জাতীয় সমাজতান্ত্রিক দল-বাসদের বরিশাল জেলা শাখার উদ্যোগে নগরীর সদর রোডের অশ্বিনী কুমার হলের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
জেলা বাসদের আহ্বায়ক ইমরান হাবিব রুমনের সভাপতিত্বে এতে বক্তব্য রাখেন- জেলা বাসদের সদস্য সচিব ডা. মনিষা চক্রবর্তী, বদরুদ্দোজা সৈকত, জেলা ছাত্র ফ্রন্টের সদস্য সচিব সন্তু মিত্র, জেলা মহিলা ফোরামের সভাপতি জহুরা রেখা ও জেলা ছাত্র ফ্রন্ট সদস্য অন্নেষা দাস শ্রুতি প্রমুখ।
মানববন্ধনে বক্তারা ‘ডিজিটাল নিরাপত্তা আইনের নামে বাক স্বাধীনতা হরণের’ চক্রান্ত রুখে দাঁড়ানোর জন্য জনগণের প্রতি আহ্বান জানান। জন দাবির প্রতি সম্মান দেখিয়ে ৫৭ ধারার আদলে প্রণীত ৩২ ধারা বাতিল করার জন্য সরকারের প্রতি আহ্বান জানান বক্তারা।
সাইফ আমীন/এএম/আইআই