ভিডিও EN
  1. Home/
  2. দেশজুড়ে

মঠবাড়িয়ায় দুই পক্ষের সংঘর্ষে আহত গৃহবধূর মৃত্যু

প্রকাশিত: ১১:৩৪ এএম, ২০ জুলাই ২০১৫

পিরোজপুরের বলেশ্বর নদীতে জাল পাতাকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে আহত গৃহবধূ শাহিনুরের (৩২) মৃত্যু হয়েছে। সোমবার সকালে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। এ ঘটনায় নজির ও লিটনকে গ্রেফতার করেছে পুলিশ।

নিহত শাহিনুর মঠবাড়িয়া উপজেলার জানখালী গ্রামের জেলে ফারুক শাহের স্ত্রী এবং ছোট মাছুয়া গ্রামের মোয়াজ্জেল হাওলাদারের মেয়ে।

পুলিশ ও পারিবারিক সূত্রে জানা যায়, ছোট মাছুয়া গ্রামের মোয়াজ্জেল হাওলাদারের ছেলে বশির ৪/৫ দিন আগে বলেশ্বর নদীতে মাছ ধরতে যায়। এ সময় নদীতে জাল পাতা নিয়ে প্রতিবেশি জেলে মহারাজ, সিদ্দিক ও বাবুলের সঙ্গে কথা কাটাকাটি হয়। পরে এরই জের ধরে শুক্রবার সকালে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। সংঘর্ষে গৃহবধূ শাহিনুর গুরুতর আহত হন। পরে তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।

পরে সেখানে চিকিৎসাধীন অবস্থায় সোমবার সকালে তার মৃত্যু হয়।

মঠবাড়িয়া থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার মোস্তাফিজুর রহমান বিষয়টি নিশ্চিত করে জানান, এ ঘটনায় নিহতের বাবা ১৬ জনকে আসামি করে একটি হত্যা মামলা দায়ের করেছেন।

হাসান মামুন/এআরএ/পিআর