ভিডিও EN
  1. Home/
  2. দেশজুড়ে

বেগমগঞ্জ স্কুলের ২০০ বছর পূর্তি উপলক্ষে পুনর্মিলনী অনুষ্ঠান

জেলা প্রতিনিধি | প্রকাশিত: ১০:৩৪ এএম, ২০ জুলাই ২০১৫

নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার ঐতিহবাহী বিদ্যাপীঠ বেগমগঞ্জ সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের ঐতিহ্যের ২০০ বছর উদযাপন উপলক্ষে প্রাক্তন শিক্ষক ও ছাত্র-ছাত্রীদের  পুনর্মিলনী অনুষ্ঠান হয়েছে। সোমবার চৌমুহনী পৌর অডিটরিয়ামে এ পুনর্মিলনী হয়। অনুষ্ঠানের শুরুতে সকাল ১০টায় বর্ণাঢ্য শোভাযাত্রা পৌর অডিটরিয়ামের সামনে থেকে বের হয়।

অনুষ্ঠান উদ্বোধন করেন  সোস্যাল ইসলামী ব্যাংকের চেয়ারম্যান মেজর ডা. রেজাউল হক (অব) এর পক্ষে চৌমুহনী শাখার ব্যবস্থাপক হুমায়ুন কবির ।

বিদ্যালয়ের প্রাক্তন ছাত্র মুক্তিযোদ্ধা আবদুর রব (ভিপি) এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিদ্যালয়ের প্রাক্তন ছাত্র নোয়াখালী-৩ বেগমগঞ্জ আসনের সংসদ সদস্য আলহাজ্ব মামনুর রশিদ কিরণ।

বিশেষ অতিথি ছিলেন, বেগমগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার সৈয়দা নাহিদা হাবিবা, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আবুল খায়ের, বিদ্যালয়ের প্রধান শিক্ষক সুফল চন্দ্র পাল, জেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মমিন উল্লাহ, সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান নিলুফার মমিন, প্রাক্তন ছাত্র বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফ ভূঁইয়াসহ অনেকে।

এতে স্বাগত বক্তব্য রাখেন পুনর্মিলনী উদযাপন কমিটির আহ্বায়ক মিজান উদ্দিন, সাবেক শিক্ষক বান্দরবান সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ইসহাক খন্দকার।
পরে ‘৭১ সালে মহান মুক্তিযুদ্ধে অসামান্য অবদানের জন্য সাতজন বীর মুক্তিযোদ্ধাকে বিশেষ সম্মাননা প্রদান করা হয়।

মিজানুর রহমান/এসএস/পিআর