ভিডিও EN
  1. Home/
  2. দেশজুড়ে

হোটেল কক্স টুডের দখল থেকে ৩ কোটি টাকার জমি উদ্ধার

জেলা প্রতিনিধি | কক্সবাজার | প্রকাশিত: ০৮:০৬ পিএম, ০১ ফেব্রুয়ারি ২০১৮

ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে এক লাখ টাকা জরিমানা আদায় নিয়ে বিতর্কের দুই দিনের মাথায় হোটেল কক্স টুডে কর্তৃপক্ষের দখল থেকে কক্সবাজারের টেকনাফে ১ একর ১০ শতক সরকারি খাস জমি অবৈধ দখলমুক্ত করেছে জেলা প্রশাসন।

বৃহস্পিতিবার বেলা ২টা থেকে সন্ধ্যা পর্যন্ত এ অভিযান চালানো হয়। অবৈধ দখলমুক্ত হওয়া জমিটির আনুমানিক বাজার মূল্য প্রায় ৩ কোটি টাকা বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

টেকনাফ উপজেলা প্রশাসন সূত্র জানায়, দীর্ঘদিন ধরে টেকনাফ উপজেলার বাহারছড়া ইউনিয়নের শীলখালিতে ১ একর ১০ শতক জমি দখল করে রেখেছিল কক্সবাজার শহরের হোটেল কক্স টুডের মালিক কর্তৃপক্ষ।

৩ কোটি টাকার মূল্যের সেই খাস জমির চারপাশে তারের বেড়া ও সাইনবোর্ড ঝুলিয়ে ছিল দখলকারীরা। সম্প্রতি সেই জমিতে স্থাপনা নির্মাণের প্রস্তুতি নিচ্ছিল অবৈধ দখলদাররা।

এ তথ্য পেয়ে বৃহস্পতিবার বিকেলে সরকারি জমি থেকে হোটেল কর্তৃপক্ষের সাইনবোর্ড গুঁড়িয়ে দিয়ে জমিটি দখলে নিয়েছে টেকনাফ উপজেলা প্রশাসন।

টেকনাফ উপজেলার সহকারী কমিশনার (ভূমি) প্রণয় চাকমা বলেন, লিজের কথা বলে সরকারি কোটি টাকা মূল্যের জমিটি দখলে নিয়েছিল ভূমিদস্যু চক্র। তারা দখল স্থায়ী করতে স্থাপনা তৈরির উদ্যোগ নিচ্ছিল। খবর পেয়ে অভিযান চালানো হয়। উপজেলার সমস্ত অবৈধ দখলদারদের উচ্ছেদে অভিযানটি চলমান থাকবে বলে উল্লেখ করেন তিনি।

উল্লেখ্য, অপরিচ্ছন্ন পরিবেশে খাবার প্রক্রিয়াকরণসহ একাধিক অভিযোগে ৩০ জানুয়ারি হোটেল কক্স টুডেকে এক লাখ টাকা জরিমানা করে জেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালত।

সায়ীদ আলমগীর/এএম/জেআইএম

আরও পড়ুন