ভিডিও EN
  1. Home/
  2. দেশজুড়ে

রংপুরে বৃহস্পতিবার থেকে ইজতেমা শুরু

নিজস্ব প্রতিবেদক | রংপুর | প্রকাশিত: ০৮:০৬ পিএম, ৩১ জানুয়ারি ২০১৮

রংপুরে বৃহস্পতিবার (১ ফেব্রুয়ারি) থেকে শুরু হচ্ছে তিন দিনব্যাপী তাবলিগ জামাতের আঞ্চলিক ইজতেমা। মহানগরীর টার্মিনাল বানিয়াপাড়ায় ইজতেমা আয়োজনের সকল প্রস্তুতি ইতোমধ্যে সম্পন্ন হয়েছে। এবারের ইজতেমায় ২ লাখেরও বেশি মুসল্লি অংশ নেবেন বলে ধারণা করছেন আয়োজকরা।

তাবলিগ জামাতের স্থানীয় সংগঠক শামীমুজ্জামান শামীম জানান, বিশ্ব ইজতেমার ওপর চাপ কমাতে জেলাভিত্তিক আঞ্চলিক ইজতেমা শুরু হয়েছে। নিয়মানুযায়ী যারা বিশ্ব ইজতেমায় অংশ নেয়নি, তারা নিজ জেলায় আঞ্চলিক ইজতেমার আয়োজন করবেন। এবার রংপুরে চতুর্থবারের মতো ইজতেমা হচ্ছে। বৃহস্পতিবার থেকে শনিবার পর্যন্ত এ ইজতেমা অনুষ্ঠিত হবে।

ইজতেমায় বয়ান করতে ইতোমধ্যে সৌদিআরব, চীন, মরক্কো ও রাজধানীসহ দেশের বিভিন্ন এলাকা থেকে তাবলিগের মুরব্বিরা রংপুরের তাবলিগ মারকাজ মসজিদে উপস্থিত হয়েছেন। সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে ইজতেমা সম্পন্ন করতে পুলিশ কন্ট্রোল রুম খোলা ছাড়াও নিরাপত্তা বলয় তৈরি করেছে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।

ইজতেমা আয়োজকদের মুরব্বি আহসান হাবীব জানান, ইজতেমায় বয়ান করতে ইতোমধ্যেই সৌদিআরব ও চীন থেকে থেকে ৯ জন করে এবং মরক্কো থেকে ৮ জনসহ রাজধানীর কাকরাইল থেকে বিশিষ্ট আলেমগণ এসেছেন। এছাড়া স্থানীয় মুরুব্বিগণও ইজতেমায় বয়ান করবেন। বৃহস্পতিবার ফজরের নামাজের পর আম বয়ানের মধ্য দিয়ে ইজতেমার কার্যক্রম শুরু হবে।

রংপুর সিটি মেয়র মোস্তাফিজার রহমান মোস্তফা জানান, আঞ্চলিক ইজতমোর সব প্রস্তুতি সম্পন্ন করেছেন আয়োজকরা। সিটি কর্পোরেশন থেকে সকল ধরনের সহযোগিতা করা হয়েছে। সিটি কর্পোরেশনের সংশ্লিষ্ট বিভাগ ইজতেমা শেষ না হওয়া পর্যন্ত মাঠে থাকবে।

কোতোয়ালি থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বাবুল মিয়া জানান, ইজতেমায় নিরাপত্তার জন্য তিন স্তরের নিরাপত্তা বলয় তৈরি করা হয়েছে। আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যররা সার্বক্ষণিক সতর্ক অবস্থায় থাকবেন। এছাড়া পুলিশের কন্ট্রোল রুম খোলা হয়েছে ইজতেমা মাঠে।

জিতু কবীর/এএম/আইআই

আরও পড়ুন